কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাগ্বিতণ্ডা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দেবেন না। দলটার আর বারোটা বাজাবেন না। অনেক করেছেন।’
গত বুধবার উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভায় এ বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। তাঁদের এমন বাগ্বিতণ্ডার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েক নেতা গতকাল বৃহস্পতিবার জানান, সভার মঞ্চ থেকে বক্তব্যের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নাম ঘোষণা করা হলে তাঁর অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্লোগান বন্ধের আহ্বান জানান। কিন্তু তাঁর (মোহসিন রেজা) আহ্বানে সাড়া না দিয়ে স্লোগান অব্যাহত রাখেন সংসদ সদস্যের অনুসারীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিবাদ জানালে তিনি (আক্তারুজ্জামান বাবু) তাৎক্ষণিক বক্তব্য সমাপ্ত করেন।
জি এম মোহসিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (আক্তারুজ্জামান বাবু) সবগুলো সভাতেই ১০-১২টা ছেলে নিয়ে যান। যখন তিনি বক্তব্য দেন, ওই ছেলেগুলো শুধু স্লোগান দেয়। কিন্তু জেলার জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের সময় তাঁরা আর স্লোগান দেয় না। এতে নেতা-কর্মীরা অপমান বোধ করেন। কিন্তু এমপি সাহেব বিষয়টি বুঝতে চান না।’
সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোবাইল ফোনে কল ও খুদেবার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খুলনার কয়রায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাগ্বিতণ্ডা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর উদ্দেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দেবেন না। দলটার আর বারোটা বাজাবেন না। অনেক করেছেন।’
গত বুধবার উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগে সভায় এ বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। তাঁদের এমন বাগ্বিতণ্ডার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সভায় অংশ নেওয়া আওয়ামী লীগের কয়েক নেতা গতকাল বৃহস্পতিবার জানান, সভার মঞ্চ থেকে বক্তব্যের জন্য স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর নাম ঘোষণা করা হলে তাঁর অনুসারীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্লোগান বন্ধের আহ্বান জানান। কিন্তু তাঁর (মোহসিন রেজা) আহ্বানে সাড়া না দিয়ে স্লোগান অব্যাহত রাখেন সংসদ সদস্যের অনুসারীরা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রতিবাদ জানালে তিনি (আক্তারুজ্জামান বাবু) তাৎক্ষণিক বক্তব্য সমাপ্ত করেন।
জি এম মোহসিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘উনি (আক্তারুজ্জামান বাবু) সবগুলো সভাতেই ১০-১২টা ছেলে নিয়ে যান। যখন তিনি বক্তব্য দেন, ওই ছেলেগুলো শুধু স্লোগান দেয়। কিন্তু জেলার জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যের সময় তাঁরা আর স্লোগান দেয় না। এতে নেতা-কর্মীরা অপমান বোধ করেন। কিন্তু এমপি সাহেব বিষয়টি বুঝতে চান না।’
সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোবাইল ফোনে কল ও খুদেবার্তা দিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
৮ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে
২৪ মিনিট আগেসাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বিভিন্ন ব্যাংকের ২৭টি হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে