Ajker Patrika

বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান জব্দ

প্রতিনিধি, শার্শা (যশোর)
বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান জব্দ

বেনাপোল বন্দরের ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের নকল ওষুধ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা। আজ বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস হাউসের উপকমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে ওষুধের এ চালানটি জব্দ করা হয়। 

বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার শামিমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ পাচার করা হবে বলে জানা যায়। পরে বন্দরের সিজিসি ৯ নং গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যানের মধ্য থেকে বিপুল পরিমাণে নকল ওষুধ পাওয়া যায়। 

জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে রেকন, প্যান্ডোভির, রেমিভির ইত্যাদি। এসব ওষুধ কিছু ভারতীয় ও কিছু বাংলাদেশি তৈরি বলে গায়ে লেখা রয়েছে। প্রাথমিক ভাবে খবর নিয়ে জানা গেছে জব্দকৃত ওষুধগুলো নকল। এর আগে অভিযানের খবর পেয়ে ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। 

শামিমুর রহমান আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। সম্প্রতি আমদানি পণ্যের সঙ্গে এমন চোরাচালান বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য এর আগেও পণ্যবাহী ট্রাকে ওষুধ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত