মাগুরা প্রতিনিধি
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
মাগুরা জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা ছিল শহরের ইসলামপুর পাড়ায়। সভায় যোগ দিতে জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল আসছিল। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় জেলা কৃষক দলের আহ্বায়ক এ টি এম পলাশের নেতৃত্বে একটি মিছিল জুতা পট্টির দিকে এলে তাদের মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করেন ছাত্রলীগের কর্মীরা। সে সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।
জন্মাষ্টমীর জন্য মোতায়েন হওয়া অতিরিক্ত পুলিশ উভয় পক্ষকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে জুতাপট্টি এলাকায় স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ তাঁদের সরে যেতে বললে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু ফয়সাল জিহাদ জানান, তিনি এই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ শুনতে পান সভাস্থল থেকে অদূরে তাঁদের একটি মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। এতে তাঁদের দলের নেতারা শান্ত থেকে কর্মীদের পিছিয়ে আসতে বলেন। ইট-পাটকেল নিক্ষেপে তাঁদের কৃষক দলের জেলা আহ্বায় এ টি এম পলাশসহ পাঁচজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘চৌরঙ্গী মোড় এলাকায় আমাদের ছাত্রলীগের অফিস। সেখানে কিছু কর্মী সব সময় থাকে। তাদের (স্বেচ্ছাসেবক দল) একটি মিছিল যাওয়ার সময় আমাদের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইট-পাটকলে নিক্ষেপ করে। এতে আমাদের কর্মীরা প্রতিরোধ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। তবে জন্মাষ্টমীর অনুষ্ঠান থাকায় তারা পিছু হটে চলে যায়। এতে তাদের কোনো কর্মী আহত হয়নি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (বুধবার) স্বেচ্ছাসেবক দলের একটা প্রতিনিধি সমাবেশ ছিল। সেই সমাবেশে আসার সময় বিএনপির একটি গ্রুপ, ছাত্রলীগের একটা গ্রুপের সঙ্গে মুখোমুখি হয়ে যায়। এ সময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কারা হামলার সঙ্গে জড়িত তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।’
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুরে নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
২ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৩৪ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
১ ঘণ্টা আগে