ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আবু হানিফ শেখ (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভবনা এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। শিশুটি উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে স্বজনেরা জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাগেরহাটের ফকিরহাটে আবু হানিফ শেখ (১১) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভবনা এলাকায় গাছের ডালের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরিবারের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। শিশুটি উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের ভ্যানচালক রফিকুল ইসলামের ছেলে। সে ভবনা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
মৃতের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সে বাড়ির পাশে মেহগনি গাছের সঙ্গে গলায় মাফলার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না বলে স্বজনেরা জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যান চালক সুমন রবিদাসকে টাকা দেননি।
২ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৮ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২৪ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
৩০ মিনিট আগে