জাহিদ হাসান, যশোর
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়টি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা টানা চার মাস লুটপাট চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ ধরে নিয়েছেন।
সমিতির সদস্য জেলেরা ১২ ডিসেম্বর মাছ ধরতে বাঁওড়ে নামলে দখলদারেরা বাধা দেন। সেই সঙ্গে জেলেদের হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেন। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সদস্যরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা আইজেল হক, মিজানুর রহমান ও তাঁদের সহযোগীরা উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রচ্ছায়ায় গত জুন থেকে বাঁওড়টি দখলের চেষ্টা করছিলেন। এর মধ্যে ৫ আগস্ট সরকার পতনের পর চক্রটি বিএনপিতে ভিড়ে যায়। জিন্নাতের ছেলে আসাদুজ্জামান আসাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হওয়ায় তাঁরা দাপট দেখাতে শুরু করেন। সঙ্গে যোগ দেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেক আত্মীয়। তাঁরা মিলে গত ৬ আগস্ট থেকে বাঁওড়ের মাছ লুট শুরু করেন।
সমিতির সদস্যরা স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ ও জেলা বিএনপির এক শীর্ষ নেতার সম্মতি নিয়ে ও প্রশাসনকে জানিয়ে ১২ ডিসেম্বর বাঁওড়ের মাছ শিকারের সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দিন সকালে আসাদের অনুসারী ও আত্মীয় বিএনপির কর্মী রুস্তম আলী, মশিয়ার রহমান, হুজুর আলী, সেলিম, মনিরুজ্জামানসহ ১৫-২০ জন সদস্যকে মাছ ধরতে বাধা এবং নৌকা ছিনিয়ে নেন। পরে পুলিশের হস্তক্ষেপে নৌকাটি ফেরত পাওয়া যায়। কিন্তু ওই দিন রাতে তালা ভেঙে চারটি নৌকা নিয়ে যায় জিন্নাত ও আইজেলের ক্যাডার বাহিনী। এ ছাড়া মাছ ধরার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইজেলকে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে কথা হলে চৌগাছা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘সেখানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। এর সঙ্গে বিএনপি জড়িত নয়। আমরা চাই এটার সঠিক তদন্ত হয়ে বিচার হোক।’
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ বলেন, ‘আমি ন্যায়ের পক্ষে। দুই দিন আগেও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছি, নৌকা ও জাল উদ্ধার করে ফেরত দিতে। একই সঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। হিন্দু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন করবে; তাঁকে শাস্তি দিতে হবে। সেটা আমার বাবা হলেও মাপ করা হবে না।’
যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, বাঁওড়ের মাছ লুট বা ডাকাতির মামলা থানায় হয় না। মামলা আদালতের মাধ্যমে করতে হয়। বাঁওড়ে এখন স্থিতি অবস্থা বিরাজ করছে। দুই পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে।
যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ের ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়টি দখল করে নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা টানা চার মাস লুটপাট চালিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ ধরে নিয়েছেন।
সমিতির সদস্য জেলেরা ১২ ডিসেম্বর মাছ ধরতে বাঁওড়ে নামলে দখলদারেরা বাধা দেন। সেই সঙ্গে জেলেদের হিন্দুপাড়ায় মহড়া দিয়ে প্রাণনাশের হুমকি এবং মাছ ধরার জাল ও নৌকা কেড়ে নেন। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সদস্যরা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় সুখপুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিন্নাত আলী, আওয়ামী লীগ নেতা আইজেল হক, মিজানুর রহমান ও তাঁদের সহযোগীরা উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার ছত্রচ্ছায়ায় গত জুন থেকে বাঁওড়টি দখলের চেষ্টা করছিলেন। এর মধ্যে ৫ আগস্ট সরকার পতনের পর চক্রটি বিএনপিতে ভিড়ে যায়। জিন্নাতের ছেলে আসাদুজ্জামান আসাদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক হওয়ায় তাঁরা দাপট দেখাতে শুরু করেন। সঙ্গে যোগ দেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অনেক আত্মীয়। তাঁরা মিলে গত ৬ আগস্ট থেকে বাঁওড়ের মাছ লুট শুরু করেন।
সমিতির সদস্যরা স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ ও জেলা বিএনপির এক শীর্ষ নেতার সম্মতি নিয়ে ও প্রশাসনকে জানিয়ে ১২ ডিসেম্বর বাঁওড়ের মাছ শিকারের সিদ্ধান্ত নেন। কিন্তু ওই দিন সকালে আসাদের অনুসারী ও আত্মীয় বিএনপির কর্মী রুস্তম আলী, মশিয়ার রহমান, হুজুর আলী, সেলিম, মনিরুজ্জামানসহ ১৫-২০ জন সদস্যকে মাছ ধরতে বাধা এবং নৌকা ছিনিয়ে নেন। পরে পুলিশের হস্তক্ষেপে নৌকাটি ফেরত পাওয়া যায়। কিন্তু ওই দিন রাতে তালা ভেঙে চারটি নৌকা নিয়ে যায় জিন্নাত ও আইজেলের ক্যাডার বাহিনী। এ ছাড়া মাছ ধরার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইজেলকে আটক করলেও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে কথা হলে চৌগাছা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, ‘সেখানে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব। এর সঙ্গে বিএনপি জড়িত নয়। আমরা চাই এটার সঠিক তদন্ত হয়ে বিচার হোক।’
জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদ বলেন, ‘আমি ন্যায়ের পক্ষে। দুই দিন আগেও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলেছি, নৌকা ও জাল উদ্ধার করে ফেরত দিতে। একই সঙ্গে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে। হিন্দু সম্প্রদায়ের ওপর যে নির্যাতন করবে; তাঁকে শাস্তি দিতে হবে। সেটা আমার বাবা হলেও মাপ করা হবে না।’
যোগাযোগ করা হলে চৌগাছা থানার ওসি পায়েল হোসেন বলেন, বাঁওড়ের মাছ লুট বা ডাকাতির মামলা থানায় হয় না। মামলা আদালতের মাধ্যমে করতে হয়। বাঁওড়ে এখন স্থিতি অবস্থা বিরাজ করছে। দুই পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে।
যশোরের মনিরামপুরে দেশের একমাত্র খেজুরগাছ রিসার্চ গার্ডেন জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি বছরে অতি বৃষ্টিপাতের কারণে পানি জমে প্রায় সব খেজুরগাছই মরে গেছে। এই অবস্থায় সেখানে গবেষণাকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন গবেষক।
৮ ঘণ্টা আগেআদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম নগরী দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। সিটি করপোরেশন বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কোনো অনুমোদন না থাকলেও মাত্র ৬০ বর্গমাইলের এ নগরীতে...
৮ ঘণ্টা আগেজালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলমের ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থার উপপরিচালক ইয়াছিন..
৯ ঘণ্টা আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢুকে পড়া তিন ডাকাত সন্ধ্যায় আত্মসমর্পণ করেছে। রুদ্ধশ্বাস চার ঘণ্টা পর মুক্তি পেয়েছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারী, সাধারণ গ্রাহকসহ ১৫ জন। তাঁরা সবাই নিরাপদে রয়েছেন। ডাকাতদের কাছ থেকে...
৯ ঘণ্টা আগে