খুলনা বিশ্ববিদ্যালয়ে মুগ্ধ ওয়াটার কর্নার উদ্বোধন

খুবি প্রতিনিধি 
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০: ২৬
Thumbnail image
খুবিতে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেন উপাচার্য মো. রেজাউল করিম। ছবি: আজকের পত্রিকা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মুগ্ধ ওয়াটার কর্নার’ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ রোববার বিকেলে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর উদ্বোধন করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ‘মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমাদের ছাত্র ও সন্তানতুল্য। তার মতো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তখন পৃথিবীতে থাকবে শুধু কৃতকর্মের চিহ্নগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুগ্ধ যেভাবে আন্দোলনরত পিপাসু শিক্ষার্থী-জনতাকে পানি সরবরাহ করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, সে স্মৃতি কখনো ভোলার মতো নয়। মৃত্যুর আগমুহূর্তে তার বলা কথাগুলো “পানি লাগবে পানি” মানুষের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা যদি কাউকে সম্মান দিই, আমরাও সম্মানিত হব, ভালো মানুষ হব। নতুন প্রজন্মের স্বাধীনতা অর্জনে মুগ্ধর অবদান ও ভূমিকা অগ্রণী। মুগ্ধর স্মৃতি রক্ষার্থে এ পানি কর্নারটি করা হয়েছে। এ জন্য আমি ইংরেজি ডিসিপ্লিনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সঙ্গে অন্যান্য ডিসিপ্লিনকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা ও মানবিক স্কুলের ডিন এবং ইংরেজি ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহান কবীর। পরে মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত