ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান মেগা প্রকল্পের আওতায় একটি দশতলা হল নির্মাণে কাটা পড়ছে ৪০৯টি গাছ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছ কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা। তাঁরা গাছ কেটে উন্নয়ন চান না।
জানা যায়, ছেলেদের হল নির্মাণের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে লালন শাহ হলের সামনের জায়গা। সেখানে বাগান রয়েছে বহু আগে থেকে। এখন সেখানে নতুন হল নির্মাণ করতে গেলে ৪০৯টি গাছ কাটা পড়বে। এখানে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে রয়েছে— মেহগনি, শিশু, ইপিলইপিল, কড়ই, কদম ও বিভিন্ন ফলজ গাছ।
হল নির্মাণে বিপুল সংখ্যক গাছ কাটার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থী। এর আগে দ্বিতীয় দশতলা প্রশাসন ভবন করার জায়গায়ও কাটা হয়েছে ৬৫টি গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কড়ই ও শিশু গাছ।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস ইবির শাখা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে। হল নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী ম্যুরাল’-এর পাদদেশে মানববন্ধনও করেছে তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭কোটি টাকার মেগা প্রকল্পের অংশ হিসেবে ১০ তলা বিশিষ্ট হল নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহবুবুল আলম হানিফ। ছাত্রদের একটি হল বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সামনে এবং দেশরত্ন শেখ হাসিনা হলের পশ্চিম পাশে ছাত্রীদের জন্য একটি হল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘উন্নয়ন মানে আজকাল শুধুই বহুতল অবকাঠামো নির্মাণ হয়ে দাঁড়িয়েছে। প্রাণ-প্রকৃতির উন্নয়নের বদলে যত্রতত্র দালান নির্মাণ করে উন্নয়ন সম্ভব নয়। আমাদের অবকাঠামো প্রয়োজন কিন্তু হাজারো গাছের প্রাণের বিনিময়ে, ছোট ছোট জীবের আবাস ধ্বংস করে নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘কাজ করতে গেলে কিছু সেক্রিফাইস করতেই হবে। আমরা নতুন করে গাছ লাগাব।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান মেগা প্রকল্পের আওতায় একটি দশতলা হল নির্মাণে কাটা পড়ছে ৪০৯টি গাছ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গাছ কেটে অবকাঠামো নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদীরা। তাঁরা গাছ কেটে উন্নয়ন চান না।
জানা যায়, ছেলেদের হল নির্মাণের জন্য জায়গা নির্বাচন করা হয়েছে লালন শাহ হলের সামনের জায়গা। সেখানে বাগান রয়েছে বহু আগে থেকে। এখন সেখানে নতুন হল নির্মাণ করতে গেলে ৪০৯টি গাছ কাটা পড়বে। এখানে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে রয়েছে— মেহগনি, শিশু, ইপিলইপিল, কড়ই, কদম ও বিভিন্ন ফলজ গাছ।
হল নির্মাণে বিপুল সংখ্যক গাছ কাটার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন শিক্ষক-শিক্ষার্থী। এর আগে দ্বিতীয় দশতলা প্রশাসন ভবন করার জায়গায়ও কাটা হয়েছে ৬৫টি গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কড়ই ও শিশু গাছ।
পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস ইবির শাখা এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে। হল নির্মাণের জন্য নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী ম্যুরাল’-এর পাদদেশে মানববন্ধনও করেছে তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৫৩৭কোটি টাকার মেগা প্রকল্পের অংশ হিসেবে ১০ তলা বিশিষ্ট হল নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহবুবুল আলম হানিফ। ছাত্রদের একটি হল বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সামনে এবং দেশরত্ন শেখ হাসিনা হলের পশ্চিম পাশে ছাত্রীদের জন্য একটি হল নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এরই মধ্যে নির্মাণ কাজ শুরু করে দিয়েছে কর্তৃপক্ষ।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, ‘উন্নয়ন মানে আজকাল শুধুই বহুতল অবকাঠামো নির্মাণ হয়ে দাঁড়িয়েছে। প্রাণ-প্রকৃতির উন্নয়নের বদলে যত্রতত্র দালান নির্মাণ করে উন্নয়ন সম্ভব নয়। আমাদের অবকাঠামো প্রয়োজন কিন্তু হাজারো গাছের প্রাণের বিনিময়ে, ছোট ছোট জীবের আবাস ধ্বংস করে নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘কাজ করতে গেলে কিছু সেক্রিফাইস করতেই হবে। আমরা নতুন করে গাছ লাগাব।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
৪১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে