দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় আদলতে মনগড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ এনে দৌলতপুর থানার পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ুমিছিল করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলাপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও ঝাড়ুমিছিলে ওই এলাকার পাঁচ শতাধিক লোক অংশ নেয়।
২০২৩ সালের ১৪ জুন বিকেলে গরু পাটখেত খাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামের দুই কৃষককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।
পরে এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন এজাহারনামীয় আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার বাদীপক্ষ নারাজি জানিয়ে মামলাটি নতুন করে তদন্তের জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করেন।
আজ সকালে মানববন্ধনে দেওয়া বক্তব্যে মামলার বাদী ও নিহতের স্বজনেরা বলেন, ‘বজলু মালিথা ও শরিফুল মালিথাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়। সুষ্ঠু তদন্ত না করে আসামিপক্ষ থেকে সুবিধা নেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রাকিবুল হাসান। তাঁরা মামলার এজাহার থেকে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া আটজনের নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন ১৫ ফেব্রুয়ারি। ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আমরা পুনরায় মামলাটির তদন্ত চাই।’
মানববন্ধনে তাঁরা ওসি রফিকুল ইসলাম ও পরিদর্শক রাকিবুল হাসানকে প্রত্যাহারের দাবি জানান। পরে ঝাড়ু হাতে এলাকার নারী ও পুরুষেরা পুলিশের বিপক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় আদলতে মনগড়া তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ এনে দৌলতপুর থানার পুলিশের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ুমিছিল করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলাপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও ঝাড়ুমিছিলে ওই এলাকার পাঁচ শতাধিক লোক অংশ নেয়।
২০২৩ সালের ১৪ জুন বিকেলে গরু পাটখেত খাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ভুরকা হাটখোলাপাড়া গ্রামের রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২) নামের দুই কৃষককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন নিহত বজলু মালিথার ছেলে নাহিদ হাসান।
পরে এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজন এজাহারনামীয় আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে মামলার বাদীপক্ষ নারাজি জানিয়ে মামলাটি নতুন করে তদন্তের জন্য গতকাল মঙ্গলবার আদালতে আবেদন করেন।
আজ সকালে মানববন্ধনে দেওয়া বক্তব্যে মামলার বাদী ও নিহতের স্বজনেরা বলেন, ‘বজলু মালিথা ও শরিফুল মালিথাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত করে মামলা করা হয়। সুষ্ঠু তদন্ত না করে আসামিপক্ষ থেকে সুবিধা নেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রাকিবুল হাসান। তাঁরা মামলার এজাহার থেকে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া আটজনের নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন ১৫ ফেব্রুয়ারি। ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় আমরা পুনরায় মামলাটির তদন্ত চাই।’
মানববন্ধনে তাঁরা ওসি রফিকুল ইসলাম ও পরিদর্শক রাকিবুল হাসানকে প্রত্যাহারের দাবি জানান। পরে ঝাড়ু হাতে এলাকার নারী ও পুরুষেরা পুলিশের বিপক্ষে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৩ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৪ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
৫ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৫ ঘণ্টা আগে