Ajker Patrika

কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

প্রতিনিধি, কুষ্টিয়া
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১১: ২৮
কুষ্টিয়ায় আরও ১৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জন ও করোনার উপসর্গ নিয়ে দুইজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গেছেন। অন্য একজন উপসর্গ নিয়ে কুমারখালী উপজেলা হাসপাতালে মারা গেছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বলেন, গত ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ ১৪ জুলাই বুধবার সকাল ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়েছে।   

জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় আরও ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় গতদিনের চেয়ে শনাক্তের হার বেড়ে ৩৬ শতাংশ হয়েছে। 

গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৮৩ জনের মৃত্যু হয়েছে। এই ৭ দিনে জেলায় ১ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৩৬৯ জনের মৃত্যু হলো। 

এদিকে কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়েই চলেছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোমেন জানান,২০০ বেডের বিপরীতে করোনা ও এর উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৭৯ জন। এদের মধ্যে করোনা শনাক্ত রোগী ২০৫ জন। বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।
 
এদিকে, চলমান লকডাউন অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। শহরে-গ্রামে মানুষ স্বাভাবিকভাবেই চলাচল করছে। অধিকাংশ রায় স্বাস্থ্যবিধি মানছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত