ব্যবসায়ীকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি, বাড়ির ফটকে কাফনের কাপড়

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৫: ৫৫
মেহেরপুরের গাংনীতে জয়নাল হকের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে জয়নাল হক (৪৫) নামের এক ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। চিঠিতে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও চিঠি উদ্ধারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

উদ্ধার করা দুটি বোমা সাদৃশ্য বস্তু। ছবি: আজকের পত্রিকা
উদ্ধার করা দুটি বোমা সাদৃশ্য বস্তু। ছবি: আজকের পত্রিকা

জয়নাল হক জানান, প্রতিদিনের ন্যায় আজ সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির প্রধান ফটক খুলতেই সামনে নীল একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাগের মধ্যে মধ্যে দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও চিঠি উদ্ধার করে।

জয়নাল হক বলেন, চিঠিতে আমার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। যোগাযোগের জন্য দুটি মোবাইল ফোন নম্বর চিঠিতে লেখা রয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি।

এর আগে গত ২২ অক্টোবর গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সুমন আলী সমর (৩২) নামের এক শ্রমিক লীগ নেতার রান্নাঘর থেকে থেকে দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড় ও একটি চিঠি উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত