হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আগমন। প্রতিবছরের ন্যায় এবারও শীতের শুরুতে শীতপ্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে।
এলাকা সূত্রে জানা যায়, অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও এই সময়ে শিকারে নেমেছে একদল পাখি শিকারি। প্রশাসনকে টাকা ও পাখি দিয়ে নির্বিঘ্নে তারা পাখি শিকার করে চলেছে। রাত যত গভীর হয়, ততই পাখি শিকারিদের বাঁশির কোলাহলে ঘুম হারাম হয়ে যায় এলাকাবাসীর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই শিকারিদের।
সরেজমিনে দেখা যায়, খুলনা জেলার বটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়া, দাকোপ এলাকায় বেশির ভাগ পাখি ধরা হয়। অসাধু শিকারিরা রাতে ধান খেতে বসে পাখির ডাকের সঙ্গে সুর মিলিয়ে বাঁশি বাজায়। উড়ন্ত পাখি বিভ্রান্ত হয়ে আকাশ থেকে নিচে নেমে শিকারির ফাঁদে আটকে যায়। শিকারিরা নাইলনের সুতা দিয়ে ছোট-বড় ফাঁদ তৈরি করে পাখির চলার পথে পেতে রাখে। রাতের বেলায় পাখিরা যখন উড়ে বেড়ায় তখন ওই ফাঁদে শত শত পাখি আটকে যায়। আবার পাখির চোখে আলো ফেলে, কেঁচো দিয়ে বড়শি পেতে, কোচ মেরে ও কারেন্ট জাল পেতেও পাখি শিকার করে থাকে অসাধু শিকারিরা। এ ছাড়া পাখি শিকারিরা ধানখেতে গিয়ে পাখির কণ্ঠ নকল করে। পরে সেই ডাক মোবাইলে ধারণ করে রিংটোনের মাধ্যমে সেই পাখির ডাক বাজায়। একপর্যায়ে ওই ডাকের শব্দ শুনে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি তাদের কাছেই ঘোরাঘুরি করতে থাকে। তখন শিকারিরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ওই পাখিদের শিকার করে। শিকারিরা রাতে অবাধে পাখি শিকার করে ভোরের আগেই তা বিক্রি করে থাকে। উপজেলার হাট-বাজার, পাড়া-মহল্লায় সেই পাখি বিক্রি করে।
এলাকারবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন এসব ব্যাপার দেখেও না দেখার ভান করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাখি শিকারি বলেন, 'আমরা স্থানীয় প্রশাসনকে টাকা ও পাখি দিয়ে প্রতি রাতেই পাখি শিকার করে থাকি। আপনারা যদি পত্রিকায় লেখালেখি করেন, তাহলে আপনাদের পাখি ও টাকা দিয়ে সন্তুষ্ট করব। দয়া করে আমাদের বিরুদ্ধে কিছু লিখবেন না। এবার অমরা পাখি শিকারের ধরনটা কিছুটা পরিবর্তন করেছি।'
এ বিষয়ে জনৈক পাখি শিকারি শাহীন ও বিজয় বলেন, 'পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। কিন্তু পাখি শিকার করাটা খুবই মজা ও আনন্দের। আমরা পাখি শিকার করি ঠিকই, কিন্তু ক্রয়-বিক্রয়ের জন্য নয়। রান্না করে খেতে ভালো লাগে। তাই মাঝেমধ্যে পাখি শিকার করি।'
পাখি বিশেষজ্ঞরা বলেন, 'অতিরিক্ত ঠান্ডার কারণে এই অতিথি পাখিরা আমাদের দেশে আশ্রয় আর নিরাপত্তার জন্য আসে। এদের ধরা ও শিকার করা দণ্ডনীয় অপরাধ।'
উপজেলার সদর মাইলমারা এলাকার পাখি সংরক্ষণ পরিষদ ও পাখি সংরক্ষণ কমিটির সভাপতি ইউপি সদস্য অলকেশ সরকার বলেন, 'পাখি শিকারিদের ধরতে আমরা প্রতি রাতে ধানখেতে পাহারা দিই। দীর্ঘ তিন বছর ধরে আমরা পাখি সংরক্ষণসহ অবাধে পাখি শিকার রোধে কাজ করে চলেছি। থানার পুলিশের সহযোগিতায় আমরা আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। সরকারি সহযোগিতা পেলে নিজেদের সংগঠনটি আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে পারতাম।'
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান বলেন, 'অতিথি পাখি আমাদের দেশের একটি সম্পদ। এদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এদের শনাক্ত করতে পারলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এসব পাখি শিকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
খুলনা জেলা বন সংরক্ষক কর্মকর্তা মিহির কুমার দে আজকের পত্রিকা কে বলেন, বন্যা প্রাণী সংরক্ষণ নিরাপত্তা ২০১২ আইন ৩৮ (১) ধারা মোতাবেক অতিথি পাখি শিকার বা ধরা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে পাখি শিকারির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানাসহ উভয়ে দণ্ডে দণ্ডিত হতে পারে। ইতিমধ্যে পাখি শিকার বন্ধ করতে শিকারিদের বিরুদ্ধে কঠোর আইন জারি করে মাঠ পর্যায়ে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকৃতিতে শুরু হয়েছে শীতের আগমন। প্রতিবছরের ন্যায় এবারও শীতের শুরুতে শীতপ্রধান দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে।
এলাকা সূত্রে জানা যায়, অতিথি পাখি শিকার নিষিদ্ধ হলেও এই সময়ে শিকারে নেমেছে একদল পাখি শিকারি। প্রশাসনকে টাকা ও পাখি দিয়ে নির্বিঘ্নে তারা পাখি শিকার করে চলেছে। রাত যত গভীর হয়, ততই পাখি শিকারিদের বাঁশির কোলাহলে ঘুম হারাম হয়ে যায় এলাকাবাসীর। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এই শিকারিদের।
সরেজমিনে দেখা যায়, খুলনা জেলার বটিয়াঘাটা, পাইকগাছা, ডুমুরিয়া, দাকোপ এলাকায় বেশির ভাগ পাখি ধরা হয়। অসাধু শিকারিরা রাতে ধান খেতে বসে পাখির ডাকের সঙ্গে সুর মিলিয়ে বাঁশি বাজায়। উড়ন্ত পাখি বিভ্রান্ত হয়ে আকাশ থেকে নিচে নেমে শিকারির ফাঁদে আটকে যায়। শিকারিরা নাইলনের সুতা দিয়ে ছোট-বড় ফাঁদ তৈরি করে পাখির চলার পথে পেতে রাখে। রাতের বেলায় পাখিরা যখন উড়ে বেড়ায় তখন ওই ফাঁদে শত শত পাখি আটকে যায়। আবার পাখির চোখে আলো ফেলে, কেঁচো দিয়ে বড়শি পেতে, কোচ মেরে ও কারেন্ট জাল পেতেও পাখি শিকার করে থাকে অসাধু শিকারিরা। এ ছাড়া পাখি শিকারিরা ধানখেতে গিয়ে পাখির কণ্ঠ নকল করে। পরে সেই ডাক মোবাইলে ধারণ করে রিংটোনের মাধ্যমে সেই পাখির ডাক বাজায়। একপর্যায়ে ওই ডাকের শব্দ শুনে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি তাদের কাছেই ঘোরাঘুরি করতে থাকে। তখন শিকারিরা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে ওই পাখিদের শিকার করে। শিকারিরা রাতে অবাধে পাখি শিকার করে ভোরের আগেই তা বিক্রি করে থাকে। উপজেলার হাট-বাজার, পাড়া-মহল্লায় সেই পাখি বিক্রি করে।
এলাকারবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসন এসব ব্যাপার দেখেও না দেখার ভান করে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পাখি শিকারি বলেন, 'আমরা স্থানীয় প্রশাসনকে টাকা ও পাখি দিয়ে প্রতি রাতেই পাখি শিকার করে থাকি। আপনারা যদি পত্রিকায় লেখালেখি করেন, তাহলে আপনাদের পাখি ও টাকা দিয়ে সন্তুষ্ট করব। দয়া করে আমাদের বিরুদ্ধে কিছু লিখবেন না। এবার অমরা পাখি শিকারের ধরনটা কিছুটা পরিবর্তন করেছি।'
এ বিষয়ে জনৈক পাখি শিকারি শাহীন ও বিজয় বলেন, 'পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। কিন্তু পাখি শিকার করাটা খুবই মজা ও আনন্দের। আমরা পাখি শিকার করি ঠিকই, কিন্তু ক্রয়-বিক্রয়ের জন্য নয়। রান্না করে খেতে ভালো লাগে। তাই মাঝেমধ্যে পাখি শিকার করি।'
পাখি বিশেষজ্ঞরা বলেন, 'অতিরিক্ত ঠান্ডার কারণে এই অতিথি পাখিরা আমাদের দেশে আশ্রয় আর নিরাপত্তার জন্য আসে। এদের ধরা ও শিকার করা দণ্ডনীয় অপরাধ।'
উপজেলার সদর মাইলমারা এলাকার পাখি সংরক্ষণ পরিষদ ও পাখি সংরক্ষণ কমিটির সভাপতি ইউপি সদস্য অলকেশ সরকার বলেন, 'পাখি শিকারিদের ধরতে আমরা প্রতি রাতে ধানখেতে পাহারা দিই। দীর্ঘ তিন বছর ধরে আমরা পাখি সংরক্ষণসহ অবাধে পাখি শিকার রোধে কাজ করে চলেছি। থানার পুলিশের সহযোগিতায় আমরা আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। সরকারি সহযোগিতা পেলে নিজেদের সংগঠনটি আরও শক্তিশালীভাবে গড়ে তুলতে পারতাম।'
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমান বলেন, 'অতিথি পাখি আমাদের দেশের একটি সম্পদ। এদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। এদের শনাক্ত করতে পারলে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এসব পাখি শিকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
খুলনা জেলা বন সংরক্ষক কর্মকর্তা মিহির কুমার দে আজকের পত্রিকা কে বলেন, বন্যা প্রাণী সংরক্ষণ নিরাপত্তা ২০১২ আইন ৩৮ (১) ধারা মোতাবেক অতিথি পাখি শিকার বা ধরা দণ্ডনীয় অপরাধ। সে ক্ষেত্রে পাখি শিকারির বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানাসহ উভয়ে দণ্ডে দণ্ডিত হতে পারে। ইতিমধ্যে পাখি শিকার বন্ধ করতে শিকারিদের বিরুদ্ধে কঠোর আইন জারি করে মাঠ পর্যায়ে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে