বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
সাগরে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন দুবলারচরের শুঁটকিপল্লির জেলেরা। গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে তেমন মাছ পাচ্ছেন না। এদিকে মাছের সংকটে মহাজনেরাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। জেলেদের ধারণা, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজালের’ কারণে এই পরিস্থিতি হতে পারে।
দুবলারচরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোহতাসিম ফরাজী বলেন, গত ১৫ দিন ধরে সাগরে জাল ফেলে মাছ পাওয়া যাচ্ছে না। মাছ না পেয়ে জেলেরা ক্ষতির মুখে পড়েছেন। তিন-চার ঘণ্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায় না। এমন অবস্থা ট্রলারের তেল খরচের টাকাও উঠছে না। গত ২৫-৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকিপল্লির জেলেরা এমন সংকটে পড়েননি।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজালের কারণে এ ধরনের পরিস্থিতি হতে পারে বলে জানান, শরণখোলার আর এক জেলে রফিজ ফকির।
সাগরের আরেক জেলে পিরোজপুর জেলার মঠবড়িয়ার মোতাহার ফরাজি বলেন, সাগরের যে অবস্থা, এতে এবার তাঁদের লোকসানে পড়তে হবে। মহাজনের দেনা মাথায় নিয়ে বাড়ি ফিরতে হবে।
শেলারচরের জেলে মো. সোলায়মান বলেন, ‘৪০-৫০ বছর ধরে সাগরে মাছ ধরি, কিন্তু এবারের মতো মাছের সংকট দেখিনি।’
জেলেপল্লি দুবলারচরের সহকর্মকর্তা আসাদুজ্জামান (ফরেস্টার) জানান, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সন্দিহান। মাছের সংকটে রাজস্ব কম হবে বলে ধারণা করা হচ্ছে।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত গোণে (মাছ ধরার সময়) দুবলার জেলেরা সাগরে কোনো মাছ পাননি। ফলে জেলে ও মহাজনেরা বিপুল অঙ্কের আর্থিক সংকটে পরবেন বলে ধারণা করা যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ মিনিট আগেকিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল বর্তমানে রাজনৈতিক মামলায় কারাবন্দী। এর মধ্যে গতকাল রোববার (২৯ ডিসেম্বর) তাঁর বাবার মৃত্যু হয়।
২৮ মিনিট আগেরাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকায় জুলাই বিপ্লবের ঘোষণা অনুষ্ঠানে বরিশাল জেলা থেকে কমপক্ষে ৫০০ জন ছাত্র ঢাকায় যাবেন। এ উপলক্ষে ১০টি বাস রিজার্ভ করা হয়েছে।
১ ঘণ্টা আগে