Ajker Patrika

সাধুর হাটে ভক্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯: ০৩
সাধুর হাটে ভক্তরা

লালন মেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে সপ্তাহখানেক আগে থেকেই দূরদূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারী আসতে শুরু করেছেন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায়। কালী নদীপাড়ের মাঠে বসে গেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীর পদচারণে মুখর হয়ে উঠেছে।

আধ্যাত্মিক সাধক বাউলসম্রাট লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করেছে লালন একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকেরা।

আজ সন্ধ্যায় আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানমালা চলবে আগামী শনিবার মধ্যরাত পর্যন্ত। গতকাল বুধবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও লালন একাডেমির অ্যাডহক কমিটির সভাপতি শারমিন আখতার।

গতকাল সরেজমিনে দেখা যায়, কালী নদীতীরের বিশাল মাঠে (পশ্চিমে) শতাধিক বাউলভক্ত-অনুসারী অস্থায়ী তাঁবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউলেরা একতারা-দোতারাসহ নানা বাদ্যের তালে গেয়ে চলেছেন লালন শাহের গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে মঞ্চ এবং উত্তরে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। এ ছাড়া লালন শাহের সমাধির পাশের ছাউনির নিচেও বসেছেন দূরদূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তাঁরা লালনের ‘অমর বাণী’ গেয়ে চলেছেন আপন মনে।

স্থানীয় লালন অনুসারী ফারুক সাধু জানান, এবার সাঁইজির ভক্ত আলাউদ্দিন সাধুর (লালন আখড়াসংলগ্ন) আস্তানায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে স্থানীয় ভক্ত-অনুসারীসহ বহিরাগত ভক্ত-অনুসারীরাও যোগ দেবেন। তিনি বলেন, ‘এখানে আসি মূলত সাঁইজির মর্মবাণী চর্চাসহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাববিনিময়ের জন্য।’

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা এক ভক্ত জানান, ব্যবসার কাজে ঢাকা যাওয়ার কথা বলে এসেছেন লালনের আখড়াবাড়িতে। থাকবেন পূর্বপরিচিত বাউলভক্তদের আস্তানায়। তাই এখানে এসেই লালনভক্তদের মতো পোশাকের বেশ ধরেছেন তিনি। নিজে খুব ভালো লালনের গান গাইতে না পারলেও সঙ্গ দিতে পেরেই খুব খুশি তিনি।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেন, বাউলসম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সবার সহযোগিতায় সুন্দরভাবে আয়োজন শেষ করতে চান তিনি। 

শিল্পকলায় লালন স্মরণোৎসব
তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল ও নন্দন মঞ্চে রয়েছে আয়োজন। থাকছে আলোচনা ও গান।

গতকাল বিকেলে নাট্যশালার সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়। সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ‘আশাসিন্ধু তীরে’ শিরোনামে গানে ও তত্ত্বে লালনকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী। প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা শারমীন মুরশিদ। দ্বিতীয় দিন কাল শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দন মঞ্চে থাকছে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শিরোনামে সাধুমেলা। সেখানে বাউল সাধকেরা গান পরিবেশন করবেন।

তৃতীয় দিন শনিবার বিকেল ৪টায় থাকছে নাট্যশালার সম্মেলনকক্ষে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক আ-আল মামুন। আলোচনা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহমান মৈশান।

একই দিন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত