চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
যশোরের চৌগাছায় ৪ টাকা কেজি দরে পটোল বিক্রি হয়েছে। আজ শুক্রবার চৌগাছা সরকারি শাহাদত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের বড় কাঁচাবাজারে এই দামে পটোল বিক্রি হতে দেখা গেছে।
বাজারের আড়তদার, খুচরা বিক্রেতা ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার চৌগাছা বড় কাঁচাবাজারে চাহিদার তুলনায় বেশি পটোল আসে। সুযোগ বুঝে বাইরের ব্যাপারীরা (চৌগাছা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে আসা) কম দামে কিনতে থাকেন।
সরেজমিনে দেখা যায়, সকালের দিকে যে পটোল ৮ টাকা কেজি ছিল, সেটি দুপুরে ৪-৫ টাকা করে কিনতে থাকেন তাঁরা। পচনশীল সবজি হওয়ায় কৃষকেরা ব্যাপারীদের দেওয়া দামেই বিক্রি করতে এক রকম বাধ্য হন।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, ‘তিন মণ পটোল এনেছিলাম। ৬ টাকা কেজি দরে বিক্রি করতে পেরেছি। গত বুধবারও ১৮ থেকে ২০ টাকা করে বিক্রি করেছিলাম।’
আরেক কৃষক শাহিনুর রহমান বলেন, ‘১৮৫ কেজি পটোল নিয়ে এসেছিলাম। ৫ টাকা করে কেজি বিক্রি করেছি।’
তিনি বলেন, আজ প্রায় পাঁচ মণ পটোল অন্যদিনের এক মণের দামে বিক্রি করতে হলো। এই পটোল আনতে ভ্যান ভাড়াই দিতে হয়েছে ১৩৫ টাকা।
আড়তদার মুকুল হোসেন বলেন, ‘সারা দিনে আমার আড়তে ৮ হাজার ১৩৭ কেজি পটোল বিক্রি হয়েছে। ৮ টাকা থেকে বিক্রি শুরু হয়ে শেষে ৫ টাকা কেজি দরে বিক্রি করেছি।’
মুকুল আরও বলেন, গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে বেশির ভাগ চাষি বাজারে আসেননি। অনেকে বুধবারও পটোল বাজারে তোলেননি, যার চাপ আজ পড়েছে। প্রচুর পরিমাণে পটোল এসেছে বাজারে। গোটা বাজারে আজ প্রায় ২০০ ট্রাক পটোল বিক্রি হয়েছে। এক ট্রাকে ৩৫০ মণ পটোল লোড হয়। এত বেশি পটোল বাজারে আসায় দামও কমে গেছে।
ব্যাপারী নারায়ণ চন্দ্র বলেন, ‘আজ ৫, ৬ ও ৭ টাকা দরে প্রায় ৫০ টন পটোল কিনেছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন বলেন, ‘চৌগাছায় চলতি মৌসুমে বিপুল পরিমাণে পটোলের চাষ হয়েছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। চাষিরা যেন ন্যায্যমূল্য পান, সে বিষয়ে দৃষ্টি রাখা হচ্ছে।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৭ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২০ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২১ মিনিট আগে