খুলনা প্রতিনিধি
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না।’
আজ শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরোনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার।
ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ ভারতের পা চেটে চলবে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক। সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘পালিয়ে গেছেন শেখ হাসিনা। তার পালানো ছাড়া পথ ছিল না। উনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না।’
আজ শনিবার দুপুরে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, এইবার যে লড়াই হলো সেখানে ছাত্র-জনতা বলেছে, তারা নতুন বাংলাদেশ চায়। তারা পুরোনো সেই আগের বাংলাদেশ চায় না। বিগত ১৫ বছরে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের গান গেয়েছে; এক পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগিয়েছে। অথচ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভূপেন হাজারিকা সেতু করতে মাত্র ১১৮৬ কোটি ভারতীয় মুদ্রা ব্যয় হয়েছে। আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ কিলোমিটার আর ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ১৫ কিলোমিটার। বোঝাই যাচ্ছে কি পরিমাণ দুর্নীতি করেছে শেখ হাসিনার সরকার।
ডাকসুর সাবেক ভিপি বলেন, অনেকে বলে শেখ হাসিনা ফিরে আসবেন। আমি বলি আসেন। সেদিন একজন ভিডিও দেখালেন, শুনলাম তিনি বললেন চট করে ঢুকে পড়বেন। তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন। কাউকে বলেছেন গলা টিপে মেরে ফেলবেন। আর আপনি বিদেশেও জায়গা পাচ্ছেন না। সবাই জানে সে একটা খুনি, লুটেরা ও ফ্যাসিস্ট।
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিকত্বের দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান মহিদ।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের খুলনা জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, খুলনা মহানগর শাখার সদস্যসচিব কাজী মোতার রহমান বাবুসহ দলের জেলা মহানগরের নেতারা।
রাজধানী ঢাকায় বাস্তবে উধাও হয়ে যাওয়া ৫৮টি সরকারি পুকুর চিহ্নিত করা হয়েছে। জরিপে পুকুর থাকলেও সেসব স্থান ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে দখলদারেরা। এসব পুকুরের বেশির ভাগ মতিঝিল, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও রাজস্ব সার্কেলে।
৩ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলে ভাঙনের সুর বাজছে। ঘুরেফিরে কয়েকজনের হাতেই নেতৃত্ব থাকা, বিশেষ ব্যক্তিদের সুবিধা দেওয়া, বিশ্ববিদ্যালয় ও সংগঠনের জন্য ‘ক্ষতিকর’ বিষয়ে প্রতিবাদ না করাসহ বেশ কয়েকটি অভিযোগ এনে একটি অংশ বের হয়ে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
৪ ঘণ্টা আগেএক দশক আগেও পাড়ায় মুদিদোকান চালাতেন মুখলেসুর রহমান মুকুল। এখন তিনি হাজার কোটি টাকার মালিক। রাজশাহীতে তিনি পরিচিত ‘হুন্ডি মুকুল’ নামে। এত দিন তিনি স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রশ্রয়ে থেকেছেন। এখন আত্মগোপনে থাকলেও বিএনপি ও যুবদলের কিছু নেতা দাঁড়িয়েছেন মুকুলের পাশে।
৫ ঘণ্টা আগেজাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে বাস ব্যবসা দখলের অভিযোগ করেছেন এক পরিবহন ব্যবসায়ী।
৫ ঘণ্টা আগে