কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কলেজছাত্র মাফিজুর রহমান মাফির দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছে না মা আমেনা খাতুনের। আজ শুক্রবার তিনি বিলাপ করছিলেন আর বলছিলেন, ‘মোটরসাইকেল ডিলারের কারণে আমার ছেলেটা আজ শেষ হয়ে গেল। আমি আদালতে মামলা করব।’
মাফিজুর রহমান মাফি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকুপা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। সে কোটচাঁদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
মাফিজুরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে কোটচাঁদপুরের ঢাকা মোটরস নামের একটি শোরুম থেকে কিস্তিতে মোটরসাইকেল কেনে মাফিজুর রহমান। ইতিমধ্যে সে কিস্তির ১ লাখ ১০ হাজার টাকা শোধ করেছে। তবে কয়েকটি কিস্তি বাকি পড়েছে। সেই টাকা পরিশোধের জন্য মাফিজুর ২৬ আগস্ট পর্যন্ত সময় নেয়।
এর মধ্যে গত বুধবার শোরুম থেকে তাকে ডেকে মোটরসাইকেলটি রেখে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যা করে সে। কোটচাঁদপুর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ হস্তান্তর করলে মাফিজুরের দাফন সম্পন্ন হয়।
মোটরসাইকেল শোরুমের মালিক আলমগীর হোসেন বলেন, মাফিজুরের কাছ থেকে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়নি। সে নিজে থেকে রেখে গেছে। তিন মাসের কিস্তিতে মোটরসাইকেল নিয়ে, এক বছরেও টাকা শোধ করেনি।
আলমগীর হোসেন আরও বলেন, ‘মোটরসাইকেলটির দাম ছিল ২ লাখ ৪৬ হাজার টাকা। সেখান থেকে ১ লাখ ১০ হাজার টাকা শোধ করে মাফিজুর। বাকি টাকা দেওয়ার কথা ছিল ২৬ আগস্ট। এর মধ্যে সে আমাকে সাইকেলটি বিক্রি করার কথা। বুধবার সে এসে মোটরসাইকেল রেখে চলে যায়, যার প্রমাণ সিসি ক্যামেরায় রয়েছে।’
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।
কলেজছাত্র মাফিজুর রহমান মাফির দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে কান্না থামছে না মা আমেনা খাতুনের। আজ শুক্রবার তিনি বিলাপ করছিলেন আর বলছিলেন, ‘মোটরসাইকেল ডিলারের কারণে আমার ছেলেটা আজ শেষ হয়ে গেল। আমি আদালতে মামলা করব।’
মাফিজুর রহমান মাফি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শালকুপা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। সে কোটচাঁদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
মাফিজুরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বছর আগে কোটচাঁদপুরের ঢাকা মোটরস নামের একটি শোরুম থেকে কিস্তিতে মোটরসাইকেল কেনে মাফিজুর রহমান। ইতিমধ্যে সে কিস্তির ১ লাখ ১০ হাজার টাকা শোধ করেছে। তবে কয়েকটি কিস্তি বাকি পড়েছে। সেই টাকা পরিশোধের জন্য মাফিজুর ২৬ আগস্ট পর্যন্ত সময় নেয়।
এর মধ্যে গত বুধবার শোরুম থেকে তাকে ডেকে মোটরসাইকেলটি রেখে দেওয়া হয়। এই অপমান সইতে না পেরে বাড়িতে এসে আত্মহত্যা করে সে। কোটচাঁদপুর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশ হস্তান্তর করলে মাফিজুরের দাফন সম্পন্ন হয়।
মোটরসাইকেল শোরুমের মালিক আলমগীর হোসেন বলেন, মাফিজুরের কাছ থেকে মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়নি। সে নিজে থেকে রেখে গেছে। তিন মাসের কিস্তিতে মোটরসাইকেল নিয়ে, এক বছরেও টাকা শোধ করেনি।
আলমগীর হোসেন আরও বলেন, ‘মোটরসাইকেলটির দাম ছিল ২ লাখ ৪৬ হাজার টাকা। সেখান থেকে ১ লাখ ১০ হাজার টাকা শোধ করে মাফিজুর। বাকি টাকা দেওয়ার কথা ছিল ২৬ আগস্ট। এর মধ্যে সে আমাকে সাইকেলটি বিক্রি করার কথা। বুধবার সে এসে মোটরসাইকেল রেখে চলে যায়, যার প্রমাণ সিসি ক্যামেরায় রয়েছে।’
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে কাজের সন্ধানে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক অন্তঃসত্ত্বা নারী, যিনি মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারে ত্যাজ্য হন ও স্বামীর পরিত্যক্তা হয়ে পড়েন। শনিবার রাতে ইকুরিয়া এলাকায় তাকে আশ্রয় ও চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে এবং আরও দুইজনের সন্ধান
২৯ মিনিট আগেমাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুর জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা। চার দিন পেরিয়ে গেলেও আজ রোববার পর্যন্ত তাঁর চেতনা ফেরেনি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (পিআইসিইউ) কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা হয়েছে তাকে।
৩৯ মিনিট আগেচাঁদপুরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।
১ ঘণ্টা আগেসারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি
১ ঘণ্টা আগে