ইবিতে প্রিন্টমেকিং কর্মশালা উদ্বোধন

ইবি প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২৩: ১৯
Thumbnail image

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেছেন, ‘একটি ছবি অনেক গল্প বলে। ছবিতে সমাজের বাস্তব চিত্র জীবন্ত হয়ে প্রতিফলিত হয়। সমাজকে চমৎকার পরিবেশ আনতে চারুকলার শিক্ষক-শিক্ষার্থীদের কন্ট্রিবিউশন অনেক।’ 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রিন্টমেকিং নিয়ে তিন দিনের কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালার আয়োজন করেছে বিভাগটি। 

কাগজের ওপর মুদ্রণপ্রক্রিয়ায় শিল্পকর্ম ফুটিয়ে তোলার একটি কৌশল প্রিন্টমেকিং। কর্মশালায় মাধ্যমে প্রথমবারের মতো এ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হলো চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাতে-কলমে প্রিন্টমেকিংয়ের সঙ্গে পরিচিত হন।

ফাইন আর্টস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় আর্টিস্ট হিসেবে ছিলেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যশিল্প বিভাগের সহকারী অধ্যাপক ফাওয়াজ রব ও ইবির ফাইন আর্টস বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত