Ajker Patrika

কুষ্টিয়ায় ভোট গ্রহণের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর আটক

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ৩০
কুষ্টিয়ায় ভোট  গ্রহণের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কাউন্সিলর আটক

কুষ্টিয়ার সদরে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্থানীয় পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মীর রেজাউল ইসলাম বাবুকে (৫৫) আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চৌড়হাস মুকুল সংঘ কেন্দ্রে তাঁকে আটকের ঘটনা ঘটে।

আটক মীর রেজাউল ইসলাম বাবু কুষ্টিয়ার সদর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এ ছাড়া তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতার সমর্থক।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার আজকের পত্রিকাকে রেজাউল ইসলামকে আটকের বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটক কাউন্সিলরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিদ্ধান্ত পরে জানানো হবে।’

চৌড়হাস মুকুল সংঘের প্রিসাইডিং অফিসার এম এস মাসুদুজ্জামান জানান, স্থানীয় কাউন্সিল রেজাউল ইসলামের নেতৃত্বে তাঁর সমর্থকেরা ভোট কেন্দ্রের বাইরে মূল ফটকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি ও হট্টগোল করছিলেন। এতে সাধারণ ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করে আইনশৃঙ্খলায় নিয়োজিত স্ট্রাইকিং ফোর্স তাঁকে আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘আটক কাউন্সিলরকে বিজিবির টহল গাড়িতে রাখা হয়েছে। এখন পর্যন্ত তাঁকে থানায় আনা হয়নি।’ 

চৌড়হাস মুকুল সংঘ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ১২৬ জন। বেলা ১২টা পর্যন্ত ১৮০ ভোট পোল হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত