খুলনা প্রতিনিধি
হিন্দু কমিটির বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে খুলনার ডুমুরিয়ায় জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে উপস্থিত হিন্দু কমিটির নেতাদের মধ্যে রয়েছেন ডা. হরিদাস মণ্ডল, মাস্টার গৌতম মণ্ডল, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, স্বদেশ হালদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনা হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)-এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘অসহায় মানুষের আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশা আল্লাহ।’
মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, বাবুল আক্তার প্রমুখ।
হিন্দু কমিটির বেশ কয়েকজন নেতার উপস্থিতিতে খুলনার ডুমুরিয়ায় জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাগুরখালী ইউনিয়নের তপোবন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে উপস্থিত হিন্দু কমিটির নেতাদের মধ্যে রয়েছেন ডা. হরিদাস মণ্ডল, মাস্টার গৌতম মণ্ডল, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, স্বদেশ হালদার, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিবেকানন্দ মহাদেব, বিকাশ চন্দ্র সরদার প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আগামী দিনের ইসলামী বিপ্লব সাধনে খুলনা হবে মূল বাতিঘর। জামায়াতের সহযোগী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কোরআনের সঙ্গে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। কেয়ামতের কঠিন দিনে এই কোরআনই সুপারিশকারী হবে। ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য হিসেবে কোরআনের চর্চা কতখানি করতে পারছি, তা অনুধাবন করতে হবে। আল্লাহর দ্বীনের দাওয়াত ও রাসুল (সা.)-এর আদর্শ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
গোলাম পরওয়ার আরও বলেন, ‘অসহায় মানুষের আর্থিকভাবে উন্নয়ন করতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষকে আধিপত্যবাদমুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেবে ইনশা আল্লাহ।’
মাগুরখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোসলেম উদ্দিন, ছাত্রশিবির নেতা আবু তাহের, শামিদুল হাসান লিমন, বাবুল আক্তার প্রমুখ।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে