ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষিপ্রধান এলাকা হলেও ক্রমাগত হারিয়ে যাচ্ছে আবাদি জমি। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্পসহ গৃহনির্মাণ ও ইটভাটাই এর মূল কারণ। এভাবে চলতে থাকলে খুব শিগগির বিলীন হয়ে যাবে আবাদি জমি।
জানা গেছে, বৃহত্তর ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪ দশমিক ২৩ বর্গ কিলোমিটার। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ৪ লাখ জনপদের ৮৫ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপজেলায় মোট ৩০ হাজার ৫০০ হেক্টর আবাদি জমি আছে। ১০ বছর আগে আরও ৩৬০ হেক্টর জমি বেশি ছিল, যা অকৃষি খাতে চলে গেছে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্প, ইটভাটা ও নদীভাঙনের কারণে হ্রাস পাচ্ছে এসব ভূমি। সড়ক-মহাসড়কের পাশে স্বল্প দামে কৃষিজমি কিনে বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। এরপর তারা প্লট আকারে বিক্রি করছে।
গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জোয়ারের বিলে ও বিলপাবলা মৌজায় দেদার ভরাট করা হচ্ছে কৃষিজমি। খুলনা শহরকেন্দ্রিক হওয়ায় প্রতিযোগিতার মাধ্যমে নিঃশেষ হয়ে যাচ্ছে তিন ফসলি ওই সব জমি। বিলের মধ্যে তাকালে দেখা যায় বিভিন্ন হাউজিং প্রকল্পের শত শত সাইনবোর্ড। বাইপাস রোড ও পূর্ব বিলপাবলা রাস্তা ঘেঁষে কয়েক হাজার বিঘা কৃষিজমিতে বালু ভরাট করা হয়েছে। এই ইউনিয়নে ৪ হাজার ১০০ হেক্টর আবাদি জমি আছে। প্রতিবছর ৫০ থেকে ৬০ হেক্টর জমি কমছে। অর্থাৎ দিনে কমছে ৪০ শতাংশ জমি। এভাবে চলতে লাগলে আগামী ৩০ বছরের মধ্যে বিশেষ করে গুটুদিয়া ইউনিয়নে কৃষিজমি বিলীন হয়ে যাবে। এ ছাড়া অধিকাংশ প্লট ব্যবসায়ী সরকারি খাল ভরাট করে যেখান-সেখান দিয়ে প্লটের জন্য রাস্তা তৈরি করেছে। ফলে ভারী বর্ষণ হলে স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে ইউনিয়নবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়ার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষিজমি ভরাট করা ভবিষ্যৎ জীবনের জন্য অশনিসংকেত।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘হাউজিং কোম্পানিগুলো কৃষিজমিতে বালু ভরাট করছে। এটি বন্ধ করতে পারে প্রশাসন। কারণ তাদের প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তবে গত বৃহস্পতিবার মাসিক মিটিংয়ে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র বলেছেন, কৃষিজমি কোনোভাবেই অকৃষি খাতে নেওয়া যাবে না।’
ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে ক্ষেত্রে শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষিপ্রধান এলাকা হলেও ক্রমাগত হারিয়ে যাচ্ছে আবাদি জমি। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্পসহ গৃহনির্মাণ ও ইটভাটাই এর মূল কারণ। এভাবে চলতে থাকলে খুব শিগগির বিলীন হয়ে যাবে আবাদি জমি।
জানা গেছে, বৃহত্তর ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪ দশমিক ২৩ বর্গ কিলোমিটার। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় ৪ লাখ জনপদের ৮৫ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উপজেলায় মোট ৩০ হাজার ৫০০ হেক্টর আবাদি জমি আছে। ১০ বছর আগে আরও ৩৬০ হেক্টর জমি বেশি ছিল, যা অকৃষি খাতে চলে গেছে। অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানা নির্মাণ, হাউজিং প্রকল্প, ইটভাটা ও নদীভাঙনের কারণে হ্রাস পাচ্ছে এসব ভূমি। সড়ক-মহাসড়কের পাশে স্বল্প দামে কৃষিজমি কিনে বালু ভরাট করছে হাউজিং কোম্পানিগুলো। এরপর তারা প্লট আকারে বিক্রি করছে।
গুটুদিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে জোয়ারের বিলে ও বিলপাবলা মৌজায় দেদার ভরাট করা হচ্ছে কৃষিজমি। খুলনা শহরকেন্দ্রিক হওয়ায় প্রতিযোগিতার মাধ্যমে নিঃশেষ হয়ে যাচ্ছে তিন ফসলি ওই সব জমি। বিলের মধ্যে তাকালে দেখা যায় বিভিন্ন হাউজিং প্রকল্পের শত শত সাইনবোর্ড। বাইপাস রোড ও পূর্ব বিলপাবলা রাস্তা ঘেঁষে কয়েক হাজার বিঘা কৃষিজমিতে বালু ভরাট করা হয়েছে। এই ইউনিয়নে ৪ হাজার ১০০ হেক্টর আবাদি জমি আছে। প্রতিবছর ৫০ থেকে ৬০ হেক্টর জমি কমছে। অর্থাৎ দিনে কমছে ৪০ শতাংশ জমি। এভাবে চলতে লাগলে আগামী ৩০ বছরের মধ্যে বিশেষ করে গুটুদিয়া ইউনিয়নে কৃষিজমি বিলীন হয়ে যাবে। এ ছাড়া অধিকাংশ প্লট ব্যবসায়ী সরকারি খাল ভরাট করে যেখান-সেখান দিয়ে প্লটের জন্য রাস্তা তৈরি করেছে। ফলে ভারী বর্ষণ হলে স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়বে ইউনিয়নবাসী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়ার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এখানকার উৎপাদিত ফসল দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। কৃষিজমি ভরাট করা ভবিষ্যৎ জীবনের জন্য অশনিসংকেত।
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘হাউজিং কোম্পানিগুলো কৃষিজমিতে বালু ভরাট করছে। এটি বন্ধ করতে পারে প্রশাসন। কারণ তাদের প্রশাসনিক ক্ষমতা রয়েছে। তবে গত বৃহস্পতিবার মাসিক মিটিংয়ে সংসদ সদস্য নারায়ণ চন্দ্র বলেছেন, কৃষিজমি কোনোভাবেই অকৃষি খাতে নেওয়া যাবে না।’
ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রশীদ বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যাবে না। সে ক্ষেত্রে শ্রেণি পরিবর্তনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
৩ ঘণ্টা আগে