যশোরে ২ কোটি টাকা ঋণ পেলেন ১৫ উদ্যোক্তা

­যশোর প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭: ০৬
যশোরে ২ কোটি টাকা ঋণ পেলেন ১৫ উদ্যোক্তা। ছবি: আজকের পত্রিকা

যশোরে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের সভাকক্ষে উদ্যোক্তা সমাবেশে এই চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই অ্যান্ড এসপিডি অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান ও সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি অ্যান্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম হাসান রেজা বলেন, ‘জেলায় বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতিগুলোও মানতে হবে। পুরোনো উদ্যোক্তাদের সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে।’

আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে জেলার ১৫টি ব্যাংক মিলে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী-পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল করতে এই উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত