কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় এক পক্ষের মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে এক পরীক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই অপর পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অপরপক্ষের মামলা প্রক্রিয়াধীন। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’
এর আগে গতকাল শনিবার দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বাশা ক্লাব এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে এবং পরে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে একপক্ষের নেতা ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের নামে মিথ্যা মামলা করেছে প্রতিপক্ষরা। তারা ওই ঘটনায় জড়িত নয়। আমার সমর্থকেরা প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পরে পূর্বাশার (উত্ত্যক্ত) ঘটনা জানতে পেরেছি।’
মিজানুর রহমান মিজান আরও বলেন, ‘যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বদিউজ্জামান পুলিশ ও মুখবাধা লোকজন নিয়ে শনিবার রাতভর আমার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়রানি করেছে। পুলিশের ভূমিকা এমন হলে এলাকায় শান্তি নষ্ট হতে পারে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সাবুর মধ্যে এলাকায় বিরোধ চলছে। তারা উভয়েই আওয়ামী লীগের নেতা। তাঁদের বিরোধের জেরে ইউনিয়নে উত্তাপ বিরাজ করছে। গত ২১ সেপ্টেম্বর ইউনিয়নের গড়াই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কামরুজ্জামান সাবুর সমর্থিত প্যানেল বিজয় লাভ করে। নির্বাচনের পর থেকে এলাকায় উত্তাপ আরও বেড়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামরুজ্জামান সাবুর সমর্থিত দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে পান্টি কেন্দ্র থেকে যদুবয়রার দিকে আসছিল। পথিমধ্যে বেলা ১টা ১৫ মিনিটের দিকে পূর্বাশা ক্লাব এলাকায় হেলমেট ও মুখবাধা অবস্থায় ৫ থেকে ৬ জন হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে পথরোধ ও উত্ত্যক্ত করে শিক্ষার্থীদের। এ সময় এক শিক্ষার্থীর ভাই রনি আহমেদকে (২৩) হাতুড়িপেটা করে জখম করে প্রতিপক্ষরা। রনি আহমেদ যদুবয়রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এরপর বেলা দেড়টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজারে শিক্ষার্থীর বাবা, স্বজন ও স্থানীয় দুপক্ষের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা (২৮), স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক বিল্লাল হোসেন (৩২) ও এক শিক্ষার্থীর চাচা বাবলু শেখ (৪০) গুরুতর জখম হন।
এ বিষয়ে কামরুজ্জামান সাবুর সমর্থক ও মামলার বাদী বলেন, ‘চেয়ারম্যান গ্রুপের সোহেল, বিল্লাল, বায়োজিদসহ অনেকে আমার মেয়েকে উত্ত্যক্ত করেছে এবং উত্ত্যক্তে বাধা দেওয়ায় ছেলে রনিকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে। পরে আমার ভাই ও আমাকে মারপিট করেছে তাঁরা। থানায় মামলা করেছি। সুষ্ঠু বিচার পাব বলে আশা করছি।’
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মিজানের সমর্থক যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমার মাথায় ও হাতে গুরুতর জখম রয়েছে। রাতেই থানায় লিখিত এজাহার দিয়েছি। তবে এখনো মামলা হয়নি।’
চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বদিউজ্জামান বলেন, ‘রাতে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। তবে কাউকে হয়রানি করা হয়নি। চেয়ারম্যান কেন অভিযোগ করছে তা জানি না।’
কুষ্টিয়ার কুমারখালীতে দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় এক পক্ষের মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে এক পরীক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই অপর পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।
আজ রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একপক্ষ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। অপরপক্ষের মামলা প্রক্রিয়াধীন। এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।’
এর আগে গতকাল শনিবার দুই এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় উপজেলার পান্টি ইউনিয়নের পূর্বাশা ক্লাব এলাকায় প্রথম হামলার ঘটনা ঘটে এবং পরে যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজারে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে একপক্ষের নেতা ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান অভিযোগ করে বলেন, ‘আমার সমর্থকদের নামে মিথ্যা মামলা করেছে প্রতিপক্ষরা। তারা ওই ঘটনায় জড়িত নয়। আমার সমর্থকেরা প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার পরে পূর্বাশার (উত্ত্যক্ত) ঘটনা জানতে পেরেছি।’
মিজানুর রহমান মিজান আরও বলেন, ‘যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বদিউজ্জামান পুলিশ ও মুখবাধা লোকজন নিয়ে শনিবার রাতভর আমার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হয়রানি করেছে। পুলিশের ভূমিকা এমন হলে এলাকায় শান্তি নষ্ট হতে পারে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান সাবুর মধ্যে এলাকায় বিরোধ চলছে। তারা উভয়েই আওয়ামী লীগের নেতা। তাঁদের বিরোধের জেরে ইউনিয়নে উত্তাপ বিরাজ করছে। গত ২১ সেপ্টেম্বর ইউনিয়নের গড়াই মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে কামরুজ্জামান সাবুর সমর্থিত প্যানেল বিজয় লাভ করে। নির্বাচনের পর থেকে এলাকায় উত্তাপ আরও বেড়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামরুজ্জামান সাবুর সমর্থিত দুই এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষে পান্টি কেন্দ্র থেকে যদুবয়রার দিকে আসছিল। পথিমধ্যে বেলা ১টা ১৫ মিনিটের দিকে পূর্বাশা ক্লাব এলাকায় হেলমেট ও মুখবাধা অবস্থায় ৫ থেকে ৬ জন হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে পথরোধ ও উত্ত্যক্ত করে শিক্ষার্থীদের। এ সময় এক শিক্ষার্থীর ভাই রনি আহমেদকে (২৩) হাতুড়িপেটা করে জখম করে প্রতিপক্ষরা। রনি আহমেদ যদুবয়রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
এরপর বেলা দেড়টার দিকে যদুবয়রা জয়বাংলা বাজারে শিক্ষার্থীর বাবা, স্বজন ও স্থানীয় দুপক্ষের আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সোহেল রানা (২৮), স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক বিল্লাল হোসেন (৩২) ও এক শিক্ষার্থীর চাচা বাবলু শেখ (৪০) গুরুতর জখম হন।
এ বিষয়ে কামরুজ্জামান সাবুর সমর্থক ও মামলার বাদী বলেন, ‘চেয়ারম্যান গ্রুপের সোহেল, বিল্লাল, বায়োজিদসহ অনেকে আমার মেয়েকে উত্ত্যক্ত করেছে এবং উত্ত্যক্তে বাধা দেওয়ায় ছেলে রনিকে হত্যার উদ্দেশ্যে হাতুড়িপেটা করেছে। পরে আমার ভাই ও আমাকে মারপিট করেছে তাঁরা। থানায় মামলা করেছি। সুষ্ঠু বিচার পাব বলে আশা করছি।’
অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মিজানের সমর্থক যদুবয়রা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করেছে। আমার মাথায় ও হাতে গুরুতর জখম রয়েছে। রাতেই থানায় লিখিত এজাহার দিয়েছি। তবে এখনো মামলা হয়নি।’
চেয়ারম্যানের অভিযোগ অস্বীকার করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বদিউজ্জামান বলেন, ‘রাতে আসামি গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। তবে কাউকে হয়রানি করা হয়নি। চেয়ারম্যান কেন অভিযোগ করছে তা জানি না।’
বরিশালের গৌরনদীতে দুই অটোরিকশা চালকের বিরোধ থেকে যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজনকে কুপিয়ে জখম ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১৯ মিনিট আগে৯ লাখ টাকার জাল নোট নিয়ে আলু কিনতে রংপুরে যাওয়ার সময় নাটোরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ণপাড়া এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেরাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
১ ঘণ্টা আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে