আবুল কাসেম, সাতক্ষীরা
সাতক্ষীরায় মাছ কেনাবেচার প্রধান বাজারে পরিণত হয়েছে সদর উপজেলার বিনেরপোতা। শত শত ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়ে সরগরম থাকে এই বাজার। প্রতিদিন কমপক্ষে ২০ কোটি টাকার লেনদেন হয়। তবে জায়গার সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় পুরো এলাকায় যানজট লেগে থাকে।
সদর উপজেলা পরিষদ থেকে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশের এ বাজারটি চলতি অর্থবছরে ৫৪ লাখ টাকায় ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এখানকার ব্যবসায়ীরা জানান, বিনেরপোতা মাছবাজার প্রতিষ্ঠিত হয় আশির দশকে। প্রথম দিকে স্বল্প কেনাবেচা হলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি। বর্তমানে অর্ধশতাধিক স্থায়ী এবং ২০-২৫টি অস্থায়ী মাছের আড়ত রয়েছে এ বাজারে। এখানে তালা, কলারোয়া, সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলা থেকে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। তেমনি ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন। তবে বাজারে জায়গা কম থাকায় তাঁরা স্বাচ্ছন্দ্যে কেনা-বেচা করতে পারেন না।
ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় মাছবাজার বিনেরপোতা। এখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। জেলার ৭০ ভাগ মাছ এখানে বিক্রি হয়। সারা দেশ থেকে ট্রাক ও লরি এসে এখানে প্রচুর জ্যামের সৃষ্টি করে। এ বাজার ঘিরে ৫০ হাজারের মতো শ্রমিক, ব্যবসায়ী ও ঘেরমালিকের কর্মসংস্থান হয়েছে। সরকার যদি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করত, তবে খুব ভালো হতো।’ আরেক ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, এখানে ১ হাজারের মতো শ্রমিক কাজ করেন। বাইরের ব্যবসায়ী আসেন ৩ শতাধিক।
বিনেরপোতা মাছবাজার সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘এখানে সরকারি যে জায়গা তা ছোট। মাছ কেনাবেচার জায়গা খুবই কম। সরকার যদি খেয়াল দেয়, তাহলে সুন্দর পরিবেশে ব্যবসায়ীরা মাছ কেনাবেচা করতে পারবেন। বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে প্রায় ৫০টি আড়ত আছে, যেখানে কোটি কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এখান থেকে আমরা লাখ লাখ টাকা রাজস্ব দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত সরকারি অবকাঠামো নির্মাণ হয়নি। সরকারের কাছে আবেদন জানাই, মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে একটি মার্কেট নির্মাণ করে দিক।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, বিনেরপোতা বাজারটি জেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ওই জায়গাটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। রাস্তা সম্প্রসারণের জন্য জায়গাটি কখনো না কখনো ছাড়তে হবে। তাই মাছের বড় বাজারটি অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এটি বড় পরিসরে করা হবে, যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারেন।
সাতক্ষীরায় মাছ কেনাবেচার প্রধান বাজারে পরিণত হয়েছে সদর উপজেলার বিনেরপোতা। শত শত ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়ে সরগরম থাকে এই বাজার। প্রতিদিন কমপক্ষে ২০ কোটি টাকার লেনদেন হয়। তবে জায়গার সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জায়গা না থাকায় পুরো এলাকায় যানজট লেগে থাকে।
সদর উপজেলা পরিষদ থেকে জানা গেছে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশের এ বাজারটি চলতি অর্থবছরে ৫৪ লাখ টাকায় ইজারা দিয়েছে উপজেলা প্রশাসন। এখানকার ব্যবসায়ীরা জানান, বিনেরপোতা মাছবাজার প্রতিষ্ঠিত হয় আশির দশকে। প্রথম দিকে স্বল্প কেনাবেচা হলেও ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি। বর্তমানে অর্ধশতাধিক স্থায়ী এবং ২০-২৫টি অস্থায়ী মাছের আড়ত রয়েছে এ বাজারে। এখানে তালা, কলারোয়া, সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলা থেকে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। তেমনি ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন। তবে বাজারে জায়গা কম থাকায় তাঁরা স্বাচ্ছন্দ্যে কেনা-বেচা করতে পারেন না।
ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ‘সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় মাছবাজার বিনেরপোতা। এখানে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। জেলার ৭০ ভাগ মাছ এখানে বিক্রি হয়। সারা দেশ থেকে ট্রাক ও লরি এসে এখানে প্রচুর জ্যামের সৃষ্টি করে। এ বাজার ঘিরে ৫০ হাজারের মতো শ্রমিক, ব্যবসায়ী ও ঘেরমালিকের কর্মসংস্থান হয়েছে। সরকার যদি এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করত, তবে খুব ভালো হতো।’ আরেক ব্যবসায়ী হাফিজুর রহমান জানান, এখানে ১ হাজারের মতো শ্রমিক কাজ করেন। বাইরের ব্যবসায়ী আসেন ৩ শতাধিক।
বিনেরপোতা মাছবাজার সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ মণ্ডল বলেন, ‘এখানে সরকারি যে জায়গা তা ছোট। মাছ কেনাবেচার জায়গা খুবই কম। সরকার যদি খেয়াল দেয়, তাহলে সুন্দর পরিবেশে ব্যবসায়ীরা মাছ কেনাবেচা করতে পারবেন। বাজারটি দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে প্রায় ৫০টি আড়ত আছে, যেখানে কোটি কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এখান থেকে আমরা লাখ লাখ টাকা রাজস্ব দিচ্ছি কিন্তু এখন পর্যন্ত সরকারি অবকাঠামো নির্মাণ হয়নি। সরকারের কাছে আবেদন জানাই, মহাসড়কের পাশে পরিকল্পিতভাবে একটি মার্কেট নির্মাণ করে দিক।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, বিনেরপোতা বাজারটি জেলার সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ওই জায়গাটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের। রাস্তা সম্প্রসারণের জন্য জায়গাটি কখনো না কখনো ছাড়তে হবে। তাই মাছের বড় বাজারটি অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এটি বড় পরিসরে করা হবে, যাতে ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারেন।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
১৯ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে