Ajker Patrika

কুষ্টিয়ায় সড়কে প্রাণ ঝরল দুই বন্ধুর

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সড়কে প্রাণ ঝরল দুই বন্ধুর

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–শহরের টালিপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আবু সাঈদ বাদশা (৫০) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৪৫)। 

এর মধ্যে ঘটনাস্থলে বাদশার মৃত্যু হলেও আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। 

নিহতের ভাতিজা নাব্বির আল নাফিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু মজমপুর গেট থেকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক ধরে সাদ্দাম বাজার মোড়ের দিকে যাচ্ছিলেন। গন্তব্যস্থলে পৌঁছানোর একটু আগে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই লিটনকে ঢাকায় রেফার করেন। নিহত আবু সাঈদ বাদশা পেশায় একজন ব্যবসায়ী এবং ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন সংবাদপত্রে কাজ করতেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে কাভার্ডভ্যানের কাউকে আটক করা সম্ভব হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত