নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন।
চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান।
খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক শেখ নিশাত আব্দুলালাহর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন জেলা বিএমএ নেতারা। আজ মঙ্গলবার দুপুরে বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনা জেলা শাখার সভাপতি চিকিৎসক শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাত ১টার দিকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক নিশাত আব্দুল্লাহ নগরীর শেখপাড়ায় হক নার্সিং হোমে এক রোগীর অপারেশন করছিলেন। এ সময় পুরোনো এক রোগীর মা ও স্বজনরা সেখানে উপস্থিত হন। তাঁরা উত্তেজিত হয়ে অপারেশন থিয়েটার ভাঙচুর করে চিকিৎসককে বের হয়ে আসতে বলেন।
চিকিৎসক শেখ নিশাত আবদুল্লাহ অপারেশন শেষ করে আসার কথা জানালে রোগীর স্বজন পুলিশের এএসই নাঈম অপারেশন থিয়েটারের দরজা ভেঙে ভেতরে ঢুকে চড়াও হন। তাঁকে উপর্যুপরি কিল, চড়, লাথি মারেন এবং চিকিৎসক নিশাতের গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় ক্লিনিকের মালিক ও স্টাফরা এএসই নাঈমকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এর পরপরই চিকিৎসক নিশাত অজ্ঞান হয়ে যান।
খুলনা বিএমএ সভাপতি বলেন, চিকিৎসক নিশাত আব্দুল্লাহ মতো একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী অধ্যাপকের ওপর এই ধরনের হামলা ও পৈশাচিক নির্যাতনের দৃশ্য দেখে চিকিৎসকেরা ভীত হয়ে পড়েছেন। তাই উদ্ভূত পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
হামলাকারীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কাল বুধবার ১ মার্চ সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা জেলার সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকেরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএমএ খুলনার সাধারণ সম্পাদক চিকিৎসক মেহেদি নেওয়াজসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে