খুলনা মেডিকেল কলেজ ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
Thumbnail image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাসেল হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে গতকাল শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন বৃদ্ধের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

আরএমও সুহাষ রঞ্জন হালদার জানান, গত রোববার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা রাসেল হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হল। 

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৬ জন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় চারজনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত