মোংলা (বাগেরহাট) ও খুলনা প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজস্থ বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরিতে সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ শ্রমিকেরা হলেন, মংলার শেহালা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নরিল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেড়িখালীর মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। দগ্ধ শ্রমিকদের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে মোংলা থানা-পুলিশের উপ-সহকারী পরিদর্শক লিটন বিশ্বাস বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে—সামান্য দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে আহত ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তাঁরা জানায়নি।
বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস কোম্পানিতে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজস্থ বসুন্ধরা গ্রুপের ফ্যাক্টরিতে সিলিন্ডারে এলপিজি গ্যাস ভরার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৬ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধ শ্রমিকেরা হলেন, মংলার শেহালা বুনিয়ার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল ইসলাম (২৮), বটিয়াঘাটার নরিল ইসলামের ছেলে নুর আলম (২৬), রামপালের ইনসান শেখের ছেলে আজিম (৩১), রামপাল পেড়িখালীর মো. আরোজ আলীর ছেলে ইমরান (২৯) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান সিকদার (২৮)। দগ্ধ শ্রমিকদের পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানায়নি ফ্যাক্টরি কর্তৃপক্ষ।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদের ফ্যাক্টরির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে মোংলা থানা-পুলিশের উপ-সহকারী পরিদর্শক লিটন বিশ্বাস বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে—সামান্য দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টার দিকে আহত ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন হাসপাতালে ভর্তি আছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তাঁরা জানায়নি।
রাজধানী ঢাকাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাস্তা অবরোধ করেছেন চালকেরা। রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তাঁরা। ফলে প্রায় তিন ঘণ্টা ধরে আগারগাঁও সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
১ few সেকেন্ড আগেমৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে মামুন মিয়া (৬১) নামে একজন প্রাণ হারিয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। এরপর নিহতের ছেলে নোমান হোসেন (৩০) পালিয়ে যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত দশটার দিকে টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের একটি চারতলা বাড়িতে এ ঘটনা ঘটে । এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের মধ্যে।
২১ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১ ঘণ্টা আগে