Ajker Patrika

কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগের তদন্ত

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১: ৪৮
কালীগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগের তদন্ত

সাতক্ষীরার কালীগঞ্জের মথুরেশপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের তদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এ তদন্ত সম্পন্ন করেন।

জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন ২০১৬-১৭ অর্থবছর ও অন্যান্য অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মথুরেশপুর ইউনিয়নের অনুকূলে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন, যার পরিপ্রেক্ষিতে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম গত ১ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত সম্পন্ন করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘আমি জেলা প্রশাসক স্যারের নির্দেশে তদন্তে এসেছি। তদন্ত শেষ করে অতি দ্রুত রিপোর্ট স্যারের কাছে পাঠাব। আপাতত এর বেশি বলতে পারব না।’ 

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডর আব্দুল হাকিম লিখিত বক্তব্যে ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। 

আব্দুল হাকিম বলেন, `আমি তথ্য অধিকার আইন, ২০০৯-এর ২৪ অনুচ্ছেদের (আপিল নিষ্পত্তি, ইত্যাদি) ৩ এর ‘ক’ ধারা মোতাবেক ইউনিয়নের ২০১৬-২০১৭ ও অন্যান্য অর্থবছরের প্রকল্পের তালিকা পেতে আবেদন করি। কিছুদিন পর তালিকা পেয়ে সরেজমিন তদন্তকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত কিছু জায়গায় দেখতে পাই প্রকল্পের তালিকা মোতাবেক কাগজে-কলমে কাজ আছে, তবে বাস্তবে কোনো কাজ নেই।'

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন সরকারি প্রকল্পের কাজ না করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে উল্লেখ্য করেন। এ ছাড়া  তিনি ভিন্ন ভিন্ন নাম পরিবর্তন করে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি ফিরোজ করিব কাজল, স্থানীয় আবু তালেবসহ ইউনিয়নের অনেকেই। 

এ দিকে এসব ব্যাপারে চেয়ারম্যান মিজানুর রহমান গাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেগুলো মিথ্যা। আমার প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত