প্রতিনিধি, কুষ্টিয়া
ঢাকা থেকে কুষ্টিয়াতে সময় মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌঁছানোর কারণে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার এই টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট টিকাদান কর্তৃপক্ষ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।'
তবে সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং ২য় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল।
খুলনা বিভাগের বরাদ্দের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা ছিল রোববার। কিন্তু পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে টিকা কুষ্টিয়ায় এসে পৌঁছায়নি।
এর আগে ৬-৭ দফায় ঢাকা থেকে সময় মত টিকা কুষ্টিয়ায় পৌঁছতে কোনো সমস্যা হয়নি। স্টকে থাকা টিকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি কুষ্টিয়ায় এসে না পৌঁছালে মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টা থেকে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা থেকে কুষ্টিয়াতে সময় মত কোভিড-১৯ ভ্যাকসিন এসে না পৌঁছানোর কারণে টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার একযোগে কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে করোনার এই টিকা কার্যক্রম বন্ধ ঘোষণা করেন সংশ্লিষ্ট টিকাদান কর্তৃপক্ষ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণাও দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে ‘অনিবার্য কারণবশত আজ ১৩ সেপ্টেম্বর সোমবার কুষ্টিয়া জেলার সব কেন্দ্রে কোভিড-১৯ টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।'
তবে সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১ম এবং ২য় ডোজ মিলিয়ে প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে উভয় ডোজ টিকা নিয়েছেন প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ। জেলায় বর্তমানে সিনোফার্মের উভয় ডোজ টিকা কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ সাতটি কেন্দ্রে প্রদান করা হচ্ছিল।
খুলনা বিভাগের বরাদ্দের মধ্যে এবার দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ টিকা ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা ছিল রোববার। কিন্তু পথিমধ্যে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে টিকা কুষ্টিয়ায় এসে পৌঁছায়নি।
এর আগে ৬-৭ দফায় ঢাকা থেকে সময় মত টিকা কুষ্টিয়ায় পৌঁছতে কোনো সমস্যা হয়নি। স্টকে থাকা টিকা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তিনি জানান, এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকায় যোগাযোগ করা হয়েছে। সোমবার রাত ১২টার দিকে ঢাকা থেকে টিকাবাহী গাড়ি কুষ্টিয়ায় এসে পৌঁছানোর কথা রয়েছে। ভোরের মধ্যে গাড়ি কুষ্টিয়ায় এসে না পৌঁছালে মঙ্গলবারও টিকা কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার রাত ৯টা থেকে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে