খুলনার শিববাড়ি মোড়ের নাম ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’ দিলেন শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি
Thumbnail image

খুলনার শিববাড়ি মোড়ের নাম পাল্টে শহীদ মীর মুগ্ধ চত্বর ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মুগ্ধ স্মরণে এ মোড়ের নাম শহীদ মীর মুগ্ধ চত্বর নামকরণ করার ঘোষণা দেন তাঁরা। 

আজ রোববার দুপুরে শিববাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’ লেখা একটি ব্যানার মোড়ের মাঝখানে ঝুলিয়ে দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা এই দাবির সমর্থন জানিয়ে মীর মুগ্ধ এর নামে স্লোগান দিতে থাকেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থী ও সাধারণ মানুষের সমাগমে জনস্রোতে পরিণত হয় শিববাড়ি মোড়। এ সময় নিহত মীর মুগ্ধ স্মরণে শিববাড়ি মোড়কে শহীদ মীর মুগ্ধ চত্বর হিসেবে ঘোষণা করেন আন্দোলনকারীরা। 

আন্দোলনে রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘শহীদ মীর মুগ্ধ এর স্মরণে আজ থেকে শিববাড়ি মোড়ের নাম পাল্টে হবে ‘শহীদ মীর মুগ্ধ চত্বর’। সে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা তার হত্যার বিচার চাই।’ 

আন্দোলনে এক অভিভাবক বলেন, ‘মীর মুগ্ধ আমারও সন্তান। আমরা তার হত্যার বিচার চাই। একই সঙ্গে এই স্বৈরাচার সরকারের পদত্যাগ চাই আমরা।’ 

খুলনার শিববাড়ি মোড়ের ভাস্কর্যে শহীদ মীর মুগ্ধ চত্বর লেখা ব্যানার। ছবি: আজকের পত্রিকাউল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত