যশোর প্রতিনিধি
যশোরে ছুরিকাঘাত করে জুম্মান (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। ওই এলাকায় সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নিহতের ভাই মামুন হোসেন বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বৃত্তরা জুম্মানকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
যশোর সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। যেকোনো একটি পক্ষের হাতে সে খুন হতে পারে বলে ধারণা করছি। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’
যশোরে ছুরিকাঘাত করে জুম্মান (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক শহরের শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। ওই এলাকায় সন্ত্রাসী তালিকায় তাঁর নাম রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
নিহতের ভাই মামুন হোসেন বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের শংকরপুর রেলস্টেশন এলাকায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অফিসের সামনে দুর্বৃত্তরা জুম্মানকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাঁকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
যশোর সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই জুম্মানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত জুম্মানের বিরুদ্ধে থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ ১৫টির মতো মামলা রয়েছে। এলাকায় সন্ত্রাসীদের তালিকায় তার নাম রয়েছে। যেকোনো একটি পক্ষের হাতে সে খুন হতে পারে বলে ধারণা করছি। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।’
অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
৭ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) কানিজ ফাতিমা এই রায় ঘোষণা করেন।
১৬ মিনিট আগে৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক ঘটনায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।
১৯ মিনিট আগে