কেশবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

যশোরের কেশবপুরে পিকআপের ধাক্কায় আব্দুল মজিদ (৫০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে যশোর-চুকনগর সড়কের ধোপাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয় বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান বলেন, আব্দুল মজিদ ও আটন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান মোটরসাইকেলযোগে গতকাল সোমবার বিকেলে বাড়ি থেকে কেশবপুর আসছিলেন। ধোপাপাড়া নামক স্থানে প্রধান সড়কে ওঠার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন।

আমজাদ হোসেন আরও বলেন, এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আব্দুল মজিদ মারা যান। আব্দুল হান্নানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত