মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলার বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে ড্রেজারের একটি হাউস বোট ডুবে খাজা মঈনউদ্দিন নামে একজন নিরাপত্তাকর্মী নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, ‘দুপুর ১২টার দিকে ক্যানেলটিতে খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারের দ্বিতল একটি হাউসবোট উলুবনিয়া এলাকায় পানি নেওয়ার জন্য অবস্থান করছিল। তখন ওই ক্যানেল দিয়ে দ্রুতগতিতে পর পর দুটি তেলবাহী জাহাজ যাওয়ায় এর ঢেউয়ের তোড়ে হাউসবোটটি উল্টে যায়। বোটটিতে থাকা ১৫-১৬ কর্মচারী তাৎক্ষণিকভাবে বোট থেকে বেরিয়ে নদীতে লাফিয়ে সাঁতরে কুলে উঠে গেলেও ভেতরে একজন আটকে পড়েন।’
বিআইডব্লিউটিএর কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, ‘হাউসবোট উল্টে ডুবে গিয়ে নিখোঁজ সিকিউরিটি গার্ড মঈনউদ্দিনের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি মোংলা উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশকেও জানানো হয়েছে।’
আনিসুজ্জামান জানান, ‘হাউসবোট উল্টে গিয়ে মূল ক্যানেলের বাইরে আংশিক ভাসমান ডুবন্ত অবস্থায় রয়েছে। তাতে এ ক্যানেল নিরাপদ রয়েছে, নৌ চলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।’
এদিকে সাঁতরে কুলে উঠে প্রাণে রক্ষা পাওয়া ওই স্টাফেরা বলেন, ‘যখন ট্যাংকারের ঢেউয়ে আমাদের বোটটি উল্টে যেতে থাকে তখন আমরা যে যার মতো রুম ও বাইরে থাকা সবাই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কুলে উঠি। কিন্তু আমাদের সাথের অপর কর্মচারী সিকিউরিটি গার্ড খাজা মঈনউদ্দিনও বেরিয়ে আসছিল, তবে তাঁর মোবাইল ফোন আনতে গিয়ে ভেতরে ঢুকে আর বের হতে পারেনি। তিনি ডুবে যাওয়া হাউস বোটের মধ্যে আটকে পড়েন।’
স্টাফরা আরও বলেন, ‘নিখোঁজ খাজা মঈনউদ্দিনের বাড়ি টাঙ্গাইলে। হাউস বোটটিতে ড্রেজারের কর্মচারীরা থাকতেন। বোটটিতে তখন তাদের খাবার ও গোসলের পানি ওঠানো হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।’
বাগেরহাটের মোংলার বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক ক্যানেলে ঢেউয়ের তোড়ে পড়ে ড্রেজারের একটি হাউস বোট ডুবে খাজা মঈনউদ্দিন নামে একজন নিরাপত্তাকর্মী নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে ক্যানেলের উলুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (ড্রেজার বিভাগ) মো. আনিসুজ্জামান জানান, ‘দুপুর ১২টার দিকে ক্যানেলটিতে খনন কাজে নিয়োজিত কনফিডেন্স গ্রুপের ড্রেজারের দ্বিতল একটি হাউসবোট উলুবনিয়া এলাকায় পানি নেওয়ার জন্য অবস্থান করছিল। তখন ওই ক্যানেল দিয়ে দ্রুতগতিতে পর পর দুটি তেলবাহী জাহাজ যাওয়ায় এর ঢেউয়ের তোড়ে হাউসবোটটি উল্টে যায়। বোটটিতে থাকা ১৫-১৬ কর্মচারী তাৎক্ষণিকভাবে বোট থেকে বেরিয়ে নদীতে লাফিয়ে সাঁতরে কুলে উঠে গেলেও ভেতরে একজন আটকে পড়েন।’
বিআইডব্লিউটিএর কর্মকর্তা আনিসুজ্জামান আরও বলেন, ‘হাউসবোট উল্টে ডুবে গিয়ে নিখোঁজ সিকিউরিটি গার্ড মঈনউদ্দিনের সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে রয়েছেন। দুর্ঘটনার বিষয়টি মোংলা উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশকেও জানানো হয়েছে।’
আনিসুজ্জামান জানান, ‘হাউসবোট উল্টে গিয়ে মূল ক্যানেলের বাইরে আংশিক ভাসমান ডুবন্ত অবস্থায় রয়েছে। তাতে এ ক্যানেল নিরাপদ রয়েছে, নৌ চলাচলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না।’
এদিকে সাঁতরে কুলে উঠে প্রাণে রক্ষা পাওয়া ওই স্টাফেরা বলেন, ‘যখন ট্যাংকারের ঢেউয়ে আমাদের বোটটি উল্টে যেতে থাকে তখন আমরা যে যার মতো রুম ও বাইরে থাকা সবাই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কুলে উঠি। কিন্তু আমাদের সাথের অপর কর্মচারী সিকিউরিটি গার্ড খাজা মঈনউদ্দিনও বেরিয়ে আসছিল, তবে তাঁর মোবাইল ফোন আনতে গিয়ে ভেতরে ঢুকে আর বের হতে পারেনি। তিনি ডুবে যাওয়া হাউস বোটের মধ্যে আটকে পড়েন।’
স্টাফরা আরও বলেন, ‘নিখোঁজ খাজা মঈনউদ্দিনের বাড়ি টাঙ্গাইলে। হাউস বোটটিতে ড্রেজারের কর্মচারীরা থাকতেন। বোটটিতে তখন তাদের খাবার ও গোসলের পানি ওঠানো হচ্ছিল। এ সময় এ দুর্ঘটনা ঘটে।’
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
১৮ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
২১ মিনিট আগেসরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
২৭ মিনিট আগে