প্রতিনিধি, কয়রা (খুলনা)
ইলিশ প্রজনন মৌসুমে সাগরে গত ২০ মে থেকে মাছ ধরা বন্ধের ঘোষণা দেয় মৎস্য অধিদপ্তর। একই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরে নদী খাল থেকে মাছ ধরা বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ফলে ওই সময় থেকেই সুন্দরবনে মাছ ধরা বন্ধ রয়েছে।
কিন্তু নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ায় সাগরে মাছ ধরা পুনরায় শুরু হলেও সুন্দরবনে মাছ ধরার অনুমতি পায়নি সেখানকার জেলেরা। এতে বিপাকে পড়েছে খুলনা ও সাতক্ষীরা জেলার প্রায় ১০ লাখ মানুষ।
এর মধ্যে গত জুলাই-আগস্ট মাসে সুন্দরবন অভ্যন্তরের নদী খালে মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুলাই থেকে আলাদা করে শুধু সুন্দরবনে মাছ ধরা ফের বন্ধের ঘোষণা দেয় বন বিভাগ। অর্থাৎ মে মাস থেকে আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস মাছ ধরতে পারছে না জেলেরা। এত লম্বা সময় আয়ের পথ বন্ধ থাকায় তাঁদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস এর (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ। সুন্দরবনে জুলাই-আগস্ট দুই মাস মৎস্য প্রজনন ঘটে থাকে। এ বিভাগে অন্তত ১০ লাখ মানুষ সুন্দরবনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল।
স্থানীয় জেলে হাবিবুল্লাহ গাজি বলেন, বছরের সাড়ে তিন-চার মাস সরকারি ভাবে মাছ ধরা বন্ধ থাকে। আবার প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা জলোচ্ছ্বাসের কারণে মার্চ ও মে মাস বন্ধ রাখতে হয়। সব মিলিয়ে ৬ মাস মাছ ধরতে পারে জেলেরা। বাকি ৬ মাস বসে বসে কাটাতে হয়। সরকারি কোন সহায়তাও আমরা পাই না। পরিবার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ তিন মাস ধরে মাছ ধরা বন্ধ, অন্যদিকে সারা দেশে চলছে করোনা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে সুন্দরবন নির্ভরশীল জেলেরা। তাদের অনেক পরিবার আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন। শিগগিরই সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান জেলেরা।
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের ৩ হাজার ১০০ বোট লাইসেন্স সার্টিফিকেটধারী (বিএলসি) জেলে রয়েছে। আর সাতক্ষীরা রেঞ্জে রয়েছে ২৯ শ। একটি বিএলসির বিপরীতে অন্তত চারজন জেলে পাশ নিয়ে থাকে মাছ ধরার জন্য। দুই রেঞ্জ মিলিয়ে শুধু মাছ ধরা সঙ্গে পশ্চিম বিভাগে ৭০ হাজার জেলে জড়িত। এ ছাড়া কাঁকড়া ধরা ও মধু আহরণ কাজের সঙ্গে অন্তত ৫০ হাজার মানুষ জড়িত। এসব কাজে খুলনা ও সাতক্ষীরা উপকূলের প্রায় ১০ লাখ মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরেই সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এসব পরিবার অনেকটা অসহায় ভাবে জীবন যাপন করছে।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। সেই সময় সুন্দরবনেও মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে এ দপ্তর। তবে জুলাই এবং আগস্ট মাসে সুন্দরবনে মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। কারণ হিসেবে তিনি বলেন, এই সময়টা সুন্দরবনের নদী খালে মাছের প্রজনন ঘটে। বছরের বাকি সময় যাতে জেলেরা মাছ ধরতে পারে এ জন্য এ সময়টা মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে জেলেদেরই ভালো হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের ওপর যেসব জেলে নির্ভরশীল তাদের সরকারি সহায়তা প্রদানে বন বিভাগ থেকে সুপারিশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকা প্রণয়নের কাজ শেষ হলে এ সুপারিশ পাঠানো হবে।
নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, প্রজনন মৌসুমের কারণে মাছ ধরা বন্ধ রয়েছে। জেলেদের আর্থিক সহায়তা করে থাকে মৎস্য বিভাগ। জেলে কার্ডধারীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল জেলেদেরই সহায়তা দেওয়া হবে।
ইলিশ প্রজনন মৌসুমে সাগরে গত ২০ মে থেকে মাছ ধরা বন্ধের ঘোষণা দেয় মৎস্য অধিদপ্তর। একই সঙ্গে সুন্দরবনের অভ্যন্তরে নদী খাল থেকে মাছ ধরা বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। ফলে ওই সময় থেকেই সুন্দরবনে মাছ ধরা বন্ধ রয়েছে।
কিন্তু নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ায় সাগরে মাছ ধরা পুনরায় শুরু হলেও সুন্দরবনে মাছ ধরার অনুমতি পায়নি সেখানকার জেলেরা। এতে বিপাকে পড়েছে খুলনা ও সাতক্ষীরা জেলার প্রায় ১০ লাখ মানুষ।
এর মধ্যে গত জুলাই-আগস্ট মাসে সুন্দরবন অভ্যন্তরের নদী খালে মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুলাই থেকে আলাদা করে শুধু সুন্দরবনে মাছ ধরা ফের বন্ধের ঘোষণা দেয় বন বিভাগ। অর্থাৎ মে মাস থেকে আগস্ট পর্যন্ত প্রায় সাড়ে তিন মাস মাছ ধরতে পারছে না জেলেরা। এত লম্বা সময় আয়ের পথ বন্ধ থাকায় তাঁদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যানস এর (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সালে এ সিদ্ধান্ত নেয় বন বিভাগ। সুন্দরবনে জুলাই-আগস্ট দুই মাস মৎস্য প্রজনন ঘটে থাকে। এ বিভাগে অন্তত ১০ লাখ মানুষ সুন্দরবনের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নির্ভরশীল।
স্থানীয় জেলে হাবিবুল্লাহ গাজি বলেন, বছরের সাড়ে তিন-চার মাস সরকারি ভাবে মাছ ধরা বন্ধ থাকে। আবার প্রাকৃতিক দুর্যোগ ঝড় বন্যা জলোচ্ছ্বাসের কারণে মার্চ ও মে মাস বন্ধ রাখতে হয়। সব মিলিয়ে ৬ মাস মাছ ধরতে পারে জেলেরা। বাকি ৬ মাস বসে বসে কাটাতে হয়। সরকারি কোন সহায়তাও আমরা পাই না। পরিবার চালানো দায় হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ তিন মাস ধরে মাছ ধরা বন্ধ, অন্যদিকে সারা দেশে চলছে করোনা। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে সুন্দরবন নির্ভরশীল জেলেরা। তাদের অনেক পরিবার আর্থিক সংকটে মানবেতর জীবন যাপন করছেন। শিগগিরই সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান জেলেরা।
পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের ৩ হাজার ১০০ বোট লাইসেন্স সার্টিফিকেটধারী (বিএলসি) জেলে রয়েছে। আর সাতক্ষীরা রেঞ্জে রয়েছে ২৯ শ। একটি বিএলসির বিপরীতে অন্তত চারজন জেলে পাশ নিয়ে থাকে মাছ ধরার জন্য। দুই রেঞ্জ মিলিয়ে শুধু মাছ ধরা সঙ্গে পশ্চিম বিভাগে ৭০ হাজার জেলে জড়িত। এ ছাড়া কাঁকড়া ধরা ও মধু আহরণ কাজের সঙ্গে অন্তত ৫০ হাজার মানুষ জড়িত। এসব কাজে খুলনা ও সাতক্ষীরা উপকূলের প্রায় ১০ লাখ মানুষ সুন্দরবনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরেই সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় এসব পরিবার অনেকটা অসহায় ভাবে জীবন যাপন করছে।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। সেই সময় সুন্দরবনেও মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করে এ দপ্তর। তবে জুলাই এবং আগস্ট মাসে সুন্দরবনে মাছ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। কারণ হিসেবে তিনি বলেন, এই সময়টা সুন্দরবনের নদী খালে মাছের প্রজনন ঘটে। বছরের বাকি সময় যাতে জেলেরা মাছ ধরতে পারে এ জন্য এ সময়টা মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এতে জেলেদেরই ভালো হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের ওপর যেসব জেলে নির্ভরশীল তাদের সরকারি সহায়তা প্রদানে বন বিভাগ থেকে সুপারিশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিকা প্রণয়নের কাজ শেষ হলে এ সুপারিশ পাঠানো হবে।
নিষেধাজ্ঞার বিষয়ে পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন বলেন, প্রজনন মৌসুমের কারণে মাছ ধরা বন্ধ রয়েছে। জেলেদের আর্থিক সহায়তা করে থাকে মৎস্য বিভাগ। জেলে কার্ডধারীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল জেলেদেরই সহায়তা দেওয়া হবে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
২৫ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
১ ঘণ্টা আগে