ধর্ম অবমাননার অভিযোগ: খুলনায় কলেজশিক্ষকের অপসারণ চেয়ে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১০: ৫০
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১: ০৭

খুলনা নগরের সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ওই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে খানজাহান আলী সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে তাঁরা সড়ক অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ থেকে সরে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাস ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করেন। শিক্ষার্থীরা সেটি দেখে ২৪ মার্চ লিখিতভাবে অধ্যক্ষকে জানান।

এ বিষয়ে বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ মাকসুদা সুলতানা বলেন, ‘নিয়ম অনুযায়ী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত