ধর্ম অবমাননার অভিযোগ: খুলনায় কলেজশিক্ষকের অপসারণ চেয়ে সড়ক অবরোধ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১: ০৭
Thumbnail image

খুলনা নগরের সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের এক শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ওই শিক্ষকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করার অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেন।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে খানজাহান আলী সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে কলেজের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের অনুরোধে তাঁরা সড়ক অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ থেকে সরে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাস ফেসবুকে ধর্ম অবমাননামূলক লেখা শেয়ার করেন। শিক্ষার্থীরা সেটি দেখে ২৪ মার্চ লিখিতভাবে অধ্যক্ষকে জানান।

এ বিষয়ে বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

কলেজের অধ্যক্ষ মাকসুদা সুলতানা বলেন, ‘নিয়ম অনুযায়ী শিক্ষক বাসুদেব বিশ্বাসকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিব্রত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত