সাতক্ষীরা প্রতিনিধি
রাজস্ব ঘাটতির বৃত্ত থেকে বের হতে পারছে না সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এবারও রাজস্ব ঘাটতি ৩৯৫ কোটি টাকা। ওয়্যার হাউস চালু না হওয়া, ডলারের সংকট, উচ্চ শুল্কের পণ্য আমদানি না হওয়াসহ নানাবিধ কারণে ৪০ শতাংশ রাজস্ব ঘাটতিতে পড়েছে বন্দরটি।
এর আগের অর্থবছরেও বিপুল রাজস্ব ঘাটতিতে ছিল ভোমরা স্থলবন্দর। বন্দরটির হারানো গৌরব ফিরে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।
১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্যের আমদানি নিয়ে এলসি স্টেশন হিসেবে ভোমরা স্থলবন্দর যাত্রা শুরু করে। ২০১৩ সালে ওয়্যার হাউস নির্মাণের পর বন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজস্ব ঘাটতির পরিবর্তে রাজস্ব উদ্বৃত্ত ছিল ভোমরা স্থলবন্দরে। তবে এরপর থেকে রাজস্ব ঘাটতি লেগেই রয়েছে। ২১-২২ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব টার্গেট ৯৫৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭৪১ কোটি টাকা। ঘাটতি ২১৩ কোটি টাকা। এর আগের বছরও রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৩০০ কোটি টাকা।
ভোমরা স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, বিগত অর্থবছরে (২২-২৩) ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬৩১ কোটি টাকা। ঘাটতি হয় ৩৯৫ কোটি টাকা। ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করতে অধিক আগ্রহী। তবে সব পণ্য আমদানি না হওয়া এবং অবকাঠামোগত সংকটে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। অন্যান্য স্থলবন্দরের চেয়ে এই বন্দরের ব্যবসায়ীরা বেশি বৈষম্যের শিকার বলে প্রায়ই অভিযোগ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী এজাজ আহমেদ স্বপন জানান, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর। বিগত ২০১৮ সাল পর্যন্ত এই বন্দরে রাজস্ব উদ্বৃত্ত থাকত। পরের বছর থেকে ঘাটতি লেগেই আছে। এর প্রধান কারণ ওয়্যার হাউস থাকা সত্ত্বেও তা চালু না হওয়া।
ওয়্যার হাউস না থাকার বিষয়ে তিনি আরও জানান, সব ধরনের পণ্য আমদানির অনুমতি রয়েছে এই বন্দরে। কিন্তু ওয়্যার হাউস চালু না থাকার কারণে মোটর পার্টসসহ অনেক দামি পণ্য আমদানি করা যাচ্ছে না। এ ছাড়া ডলারের সংকট তো রয়েছেই।
আরেক ব্যবসায়ী আক্তারুজ্জামান জানান, ফল-ফলাদি আমদানি হলে রাজস্ব বাড়ে। একসময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি হতো কম, ভোমরা দিয়ে হতো বেশি। আর এখন ভোমরা দিয়ে ফল আমদানি একপ্রকার বন্ধ হয়ে গেছে। সাধারণ ব্যবসায়ীদের যে লিগ্যাল সুবিধা পাওয়ার কথা, তা-ও না দেওয়ার কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো ফল আমদানি হচ্ছে না। ফলে রাজস্ব ঘাটতি থেকে যাচ্ছে।
সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, খুলনা অফিসের আন্ডারে ভোমরা শুল্ক স্টেশনের কার্যক্রম চলছে। সহকারী কমিশনার মূলত ভ্যাট কর্মকর্তা। ভ্যাটের টাকায় তাঁর টার্গেট ফুল হয়ে যায়। ফলে ভোমরা শুল্ক স্টেশন নিয়ে তাঁর মাথাব্যথা নেই।
তিনি বলেছেন, রাজস্ব আদায় নিয়ে তাঁর মাথাব্যথা নেই। এ ছাড়া এলসি ঘাটতির কারণেও ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। ২১ সাল পর্যন্ত বন্দর দিয়ে ফল ও মাছ আসত। এখন আসে না, বেনাপোল দিয়ে আসে। কেন জানি না। জেসি (যুগ্ম কমিশনার) পোস্টিং না থাকার কারণে এখানে ব্যবসা নেই।
তবে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন তরফদার জানান, ওয়্যার হাউসের পণ্য পরীক্ষা করতে যে লেভেলের কর্মকর্তা লাগে, তা এখানে নেই। ডিসেম্বরের মধ্যে শুল্ক বিভাগের জেসি লেবেলের কর্মকর্তা আমরা পাব বলে আশা করছি। ভোমরা শুল্ক বিভাগের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, আগামীতে রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে শুল্ক বিভাগের সবার প্রচেষ্টা থাকবে।
রাজস্ব ঘাটতির বৃত্ত থেকে বের হতে পারছে না সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এবারও রাজস্ব ঘাটতি ৩৯৫ কোটি টাকা। ওয়্যার হাউস চালু না হওয়া, ডলারের সংকট, উচ্চ শুল্কের পণ্য আমদানি না হওয়াসহ নানাবিধ কারণে ৪০ শতাংশ রাজস্ব ঘাটতিতে পড়েছে বন্দরটি।
এর আগের অর্থবছরেও বিপুল রাজস্ব ঘাটতিতে ছিল ভোমরা স্থলবন্দর। বন্দরটির হারানো গৌরব ফিরে আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ীরা।
১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্যের আমদানি নিয়ে এলসি স্টেশন হিসেবে ভোমরা স্থলবন্দর যাত্রা শুরু করে। ২০১৩ সালে ওয়্যার হাউস নির্মাণের পর বন্দরটি পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায়। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাজস্ব ঘাটতির পরিবর্তে রাজস্ব উদ্বৃত্ত ছিল ভোমরা স্থলবন্দরে। তবে এরপর থেকে রাজস্ব ঘাটতি লেগেই রয়েছে। ২১-২২ অর্থবছরে ভোমরা স্থলবন্দরে রাজস্ব টার্গেট ৯৫৪ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭৪১ কোটি টাকা। ঘাটতি ২১৩ কোটি টাকা। এর আগের বছরও রাজস্ব ঘাটতি ছিল প্রায় ৩০০ কোটি টাকা।
ভোমরা স্থলবন্দর শুল্ক বিভাগ সূত্রে জানা যায়, বিগত অর্থবছরে (২২-২৩) ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ২৬ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৬৩১ কোটি টাকা। ঘাটতি হয় ৩৯৫ কোটি টাকা। ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করতে অধিক আগ্রহী। তবে সব পণ্য আমদানি না হওয়া এবং অবকাঠামোগত সংকটে এই বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। অন্যান্য স্থলবন্দরের চেয়ে এই বন্দরের ব্যবসায়ীরা বেশি বৈষম্যের শিকার বলে প্রায়ই অভিযোগ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী এজাজ আহমেদ স্বপন জানান, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর। বিগত ২০১৮ সাল পর্যন্ত এই বন্দরে রাজস্ব উদ্বৃত্ত থাকত। পরের বছর থেকে ঘাটতি লেগেই আছে। এর প্রধান কারণ ওয়্যার হাউস থাকা সত্ত্বেও তা চালু না হওয়া।
ওয়্যার হাউস না থাকার বিষয়ে তিনি আরও জানান, সব ধরনের পণ্য আমদানির অনুমতি রয়েছে এই বন্দরে। কিন্তু ওয়্যার হাউস চালু না থাকার কারণে মোটর পার্টসসহ অনেক দামি পণ্য আমদানি করা যাচ্ছে না। এ ছাড়া ডলারের সংকট তো রয়েছেই।
আরেক ব্যবসায়ী আক্তারুজ্জামান জানান, ফল-ফলাদি আমদানি হলে রাজস্ব বাড়ে। একসময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ফল আমদানি হতো কম, ভোমরা দিয়ে হতো বেশি। আর এখন ভোমরা দিয়ে ফল আমদানি একপ্রকার বন্ধ হয়ে গেছে। সাধারণ ব্যবসায়ীদের যে লিগ্যাল সুবিধা পাওয়ার কথা, তা-ও না দেওয়ার কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে কোনো ফল আমদানি হচ্ছে না। ফলে রাজস্ব ঘাটতি থেকে যাচ্ছে।
সাতক্ষীরার ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, খুলনা অফিসের আন্ডারে ভোমরা শুল্ক স্টেশনের কার্যক্রম চলছে। সহকারী কমিশনার মূলত ভ্যাট কর্মকর্তা। ভ্যাটের টাকায় তাঁর টার্গেট ফুল হয়ে যায়। ফলে ভোমরা শুল্ক স্টেশন নিয়ে তাঁর মাথাব্যথা নেই।
তিনি বলেছেন, রাজস্ব আদায় নিয়ে তাঁর মাথাব্যথা নেই। এ ছাড়া এলসি ঘাটতির কারণেও ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। ২১ সাল পর্যন্ত বন্দর দিয়ে ফল ও মাছ আসত। এখন আসে না, বেনাপোল দিয়ে আসে। কেন জানি না। জেসি (যুগ্ম কমিশনার) পোস্টিং না থাকার কারণে এখানে ব্যবসা নেই।
তবে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন তরফদার জানান, ওয়্যার হাউসের পণ্য পরীক্ষা করতে যে লেভেলের কর্মকর্তা লাগে, তা এখানে নেই। ডিসেম্বরের মধ্যে শুল্ক বিভাগের জেসি লেবেলের কর্মকর্তা আমরা পাব বলে আশা করছি। ভোমরা শুল্ক বিভাগের তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার জানান, আগামীতে রাজস্ব ঘাটতি কমিয়ে আনতে শুল্ক বিভাগের সবার প্রচেষ্টা থাকবে।
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
২২ মিনিট আগেবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিষ্ঠা করা হয় ‘বঙ্গবন্ধু চেয়ার’। নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুনকে (মুনতাসীর মামুন)।
৩৩ মিনিট আগেকক্সবাজারে মাকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা না পেয়ে মাকে আবিদ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আনোয়ারা বেগম মেরী (৫৫) ওই এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
৩৮ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা। এলাকার সর্বক্ষেত্রে বেপরোয়া ছিলেন তিনি। সন্ত্রাস, ঠিকাদারি নিয়ন্ত্রণ, টেন্ডারবাজি, নিয়োগ ও বদলি-বাণিজ্য, রাজনৈতিক মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে