Ajker Patrika

বৌমা-শাশুড়ি সমাবেশ

কেশবপুর (প্রতিনিধি) যশোর
যশোরের কেশবপুর উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
যশোরের কেশবপুর উপজেলার কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে পুত্রবধূ ও শাশুড়িদের নিয়ে ব্যতিক্রমী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ওই ‘বৌমা-শাশুড়ি’ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এলাকার শতাধিক পুত্রবধূ ও শাশুড়ির উপস্থিতি মিলনমেলায় রূপ নেয়।

সমাবেশে ১০১ জন বৌমা ও শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে শাড়ি উপহার দেওয়া হয়। বৌমা ও শাশুড়ির ভেতর পাস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এমন ব্যতিক্রমী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমাবেশ সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর। সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহেনা আজাদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী, উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, রুবিয়া খাতুন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত