বেনাপোল প্রতিনিধি
গত পাঁচ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৪২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ আমদানির শেষ সময় নির্ধারণ করায় ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আনছেন।
জানা গেছে, বেনাপোল বন্দরে আমদানি করা নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের পেঁয়াজ। এরই মধ্যে পুরোদমে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আমদানি বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলিম বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের বাজারমূল্য ছিল প্রতি কেজি ৩০ টাকা। এখন দেশীয় পেঁয়াজ বাজারে ওঠায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে কেজিতে ১০ টাকা দাম কমেছে।
ভারতীয় ট্রাকচালক অরিন্দম বলেন, ‘আমরা ভারতের নাসিক ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে পেঁয়াজ বেনাপোল বন্দরে নিয়ে আসছি।’
বন্দর শ্রমিক জাবেদ হোসেন বলেন, প্রায় দেড় বছর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এখন আবার আমদানি হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে।
পেঁয়াজচাষি আব্দুল লতিফ বলেন, দেশীয় পেঁয়াজ যে সময় বাজারে আসে, সে সময় ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যায়। আবার যখন দেশে পেঁয়াজের সংকট পড়ে, তখন আমদানি বন্ধ থাকে। এসবের কারণে চাষিরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন।
পেঁয়াজ আমদানিকারক শামিম গাজী বলেন, আগামী ২৯ মার্চের পর আপাতত আর পেঁয়াজ আমদানি করা যাবে না। তাই ওপারে ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত নিয়ে আসা হচ্ছে। এখন যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসান হবে। নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি টন ১১১ থেকে ২৮০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে সরকারকে ৫ শতাংশ হারে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পেঁয়াজ পচনশীল পণ্য। তাই ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত পাঁচ দিনে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮ হাজার ৮৪২ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সরকারের কৃষি মন্ত্রণালয় আগামী ২৯ মার্চ আমদানির শেষ সময় নির্ধারণ করায় ব্যবসায়ীরা বেশি পেঁয়াজ আনছেন।
জানা গেছে, বেনাপোল বন্দরে আমদানি করা নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে উঠতে শুরু করেছে দেশীয় জাতের পেঁয়াজ। এরই মধ্যে পুরোদমে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আমদানি বাড়ায় গত এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা থেকে কমে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা খুশি হলেও লোকসান হচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আলিম বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজের বাজারমূল্য ছিল প্রতি কেজি ৩০ টাকা। এখন দেশীয় পেঁয়াজ বাজারে ওঠায় এবং ভারতীয় পেঁয়াজের আমদানি বৃদ্ধিতে কেজিতে ১০ টাকা দাম কমেছে।
ভারতীয় ট্রাকচালক অরিন্দম বলেন, ‘আমরা ভারতের নাসিক ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল থেকে পেঁয়াজ বেনাপোল বন্দরে নিয়ে আসছি।’
বন্দর শ্রমিক জাবেদ হোসেন বলেন, প্রায় দেড় বছর বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এখন আবার আমদানি হচ্ছে। এতে কাজের চাপ বেড়েছে।
পেঁয়াজচাষি আব্দুল লতিফ বলেন, দেশীয় পেঁয়াজ যে সময় বাজারে আসে, সে সময় ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়ে যায়। আবার যখন দেশে পেঁয়াজের সংকট পড়ে, তখন আমদানি বন্ধ থাকে। এসবের কারণে চাষিরা পেঁয়াজ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন।
পেঁয়াজ আমদানিকারক শামিম গাজী বলেন, আগামী ২৯ মার্চের পর আপাতত আর পেঁয়াজ আমদানি করা যাবে না। তাই ওপারে ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত নিয়ে আসা হচ্ছে। এখন যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসান হবে। নাসিকের পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা, হাসখালি ১৬ টাকা ও নগর জাতের পেঁয়াজ ১৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি টন ১১১ থেকে ২৮০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে সরকারকে ৫ শতাংশ হারে ২ টাকা ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হচ্ছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়েছে। পেঁয়াজ পচনশীল পণ্য। তাই ব্যবসায়ীরা যাতে দ্রুত বন্দর থেকে খালাস নিতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৪১ মিনিট আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২ ঘণ্টা আগে