খুলনা প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বাতিল, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিটি আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলমগীর কবির এবং শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন, নুর মোহাম্মদ ও নুর ইসলাম কর্মসূচিতে বক্তব্য দেন।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে উদাসীন। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বন্ধ পাটকল সরকারিভাবে চালু করার সিদ্ধান্ত না নিলে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, শ্রমিকরা ২০১৫ সালের জাতীয় মজুরিস্কেল অনুযায়ী তাঁদের বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ পাটকলগুলো সরকারিভাবে পুনরায় চালু করা এবং নোটিশ-পে বাবদ দুই মাসের মজুরি, ৮ সপ্তাহের বেসিক মজুরি এবং নতুন দুটি উৎসব বোনাসসহ করোনাকালে ঘোষিত সুবিধাগুলো বাস্তবায়নের দাবি জানান।
রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বাতিল, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিটি আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলমগীর কবির এবং শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন, নুর মোহাম্মদ ও নুর ইসলাম কর্মসূচিতে বক্তব্য দেন।
বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে উদাসীন। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বন্ধ পাটকল সরকারিভাবে চালু করার সিদ্ধান্ত না নিলে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বক্তারা বলেন, শ্রমিকরা ২০১৫ সালের জাতীয় মজুরিস্কেল অনুযায়ী তাঁদের বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ পাটকলগুলো সরকারিভাবে পুনরায় চালু করা এবং নোটিশ-পে বাবদ দুই মাসের মজুরি, ৮ সপ্তাহের বেসিক মজুরি এবং নতুন দুটি উৎসব বোনাসসহ করোনাকালে ঘোষিত সুবিধাগুলো বাস্তবায়নের দাবি জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তাঁর স্ত্রী নাসিমা খান মন্টি, তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান এবং আদিভা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির
৭ মিনিট আগেনিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে ব্যর্থ। ছয় মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু উনার কোনো দক্ষতা দেখাতে পারেননি।’ আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
১০ মিনিট আগেনতুন দল পাওয়ার জন্য মানুষ হাহাকার করছে, কেন ভোট হচ্ছে না সেটা বলছে, কিন্তু বিচারটা যে হচ্ছে না, সে নিয়ে কারও দরদ নেই।’ এর জন্য বর্তমান সরকারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেন তারা
১৯ মিনিট আগেরংপুর মহানগরের হারাগাছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন শাহকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন বধু কমলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩০ মিনিট আগে