Ajker Patrika

বকেয়া পাওনার দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি

খুলনা প্রতিনিধি
৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা
৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রায়ত্ত পাটকল লিজ বাতিল, বকেয়া পরিশোধসহ ৯ দফা দাবিতে খুলনার খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকরা মিলগেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিটি আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।

খালিশপুর ও দৌলতপুর যৌথ কারখানা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব আলমগীর কবির এবং শ্রমিক নেতা মোফাজ্জল হোসেন, নুর মোহাম্মদ ও নুর ইসলাম কর্মসূচিতে বক্তব্য দেন।

বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধে উদাসীন। অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বন্ধ পাটকল সরকারিভাবে চালু করার সিদ্ধান্ত না নিলে অচিরেই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, শ্রমিকরা ২০১৫ সালের জাতীয় মজুরিস্কেল অনুযায়ী তাঁদের বকেয়া পাওনা পরিশোধ, বন্ধ পাটকলগুলো সরকারিভাবে পুনরায় চালু করা এবং নোটিশ-পে বাবদ দুই মাসের মজুরি, ৮ সপ্তাহের বেসিক মজুরি এবং নতুন দুটি উৎসব বোনাসসহ করোনাকালে ঘোষিত সুবিধাগুলো বাস্তবায়নের দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত