Ajker Patrika

সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৫৭
সাতক্ষীরা পৌর মেয়র চিশতী বরখাস্ত, ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ 

সাতক্ষীরা পৌরসভার টানা দুইবারের মেয়র ও পৌর বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল সোমবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২৪ ডিসেম্বর নাশকতার পরিকল্পনার অভিযোগে তাজকিন আহমেদ চিশতীর বিরুদ্ধে সদর থানায় একটি জিআর মামলা (৯৬২ / ২২) দায়ের করা হয়। গত ২৪ জানুয়ারি মেয়র চিশতীর জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠান সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীর।’

কাজী ফিরোজ হাসানবিষয়টি অবগত হয়ে নীতিমালা অনুযায়ী তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে পৌরসভা আইন ২০০৯ এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়রকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

আদালতে তাঁর জামিন আবেদনে আইনজীবী সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেও মামলা থেকে রেহাই পাননি তিনি।’ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে পুনরায় মামলার জামিন শুনানি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত