Ajker Patrika

যশোরে চোরাই ৫ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

যশোর প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮: ১১
যশোরে চোরাই ৫ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫

পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল সোমবার মাগুরা ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিবি পুলিশ। এতে জানানো হয়, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজেশ কুমার দাশ, এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি দল মাগুরার মোহাম্মদপুর উপজেলার নেপালের মোড় পশ্চিমপাড়া এলাকার সেলিম মোল্যার (২৮) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তিনটি মোটরসাইকেলসহ সেলিমকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তিতে আরও চারজনকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন মাগুরার সদর উপজেলার যশপুর গ্রামের আব্দুর রহমান সরদার (২৫), একই জেলার মোহাম্মদপুর উপজেলার আউনাড়া মধ্যপাড়া গ্রামের আল-আমিন (২৩) ও শ্রীপুর উপজেলার শিবলু মোল্যা (৪২) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার গড়দাহ খালপাড়া এলাকার হাসান ফকির (৪২)।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপণ কুমার সরকার বলেন, গ্রেপ্তাররা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাঁরা অনেক দিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় মাগুরা ও কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত