Ajker Patrika

গাংনীতে ৩০ টাকায় নেমেছে তরমুজের কেজি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
উপজেলার দেবীপুর বাজারে তরমুজ ক্রেতাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা
উপজেলার দেবীপুর বাজারে তরমুজ ক্রেতাদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

রমজানের প্রথম থেকেই বেড়েছিল তরমুজের দাম। তখন অনেক ক্রেতা দাম শুনে আর কেনেননি। খেটে খাওয়া মানুষের জন্য তরমুজ খাওয়া ছিল হাতের নাগালে বাইরে। তবে রমজানের শেষের দিকে এসে কমতে শুরু করেছে তরমুজের দাম। ৬০ টাকা কেজির তরমুজ নেমে এসেছে ৩০ টাকা কেজিতে। আর তরমুজের কেজি ৩০ টাকা ধরতেই আধা ঘণ্টায় সব তরমুজ বিক্রি শেষ। গতকাল রোববার বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর বাজারে দেখা গেছে এ দৃশ্য।

স্থানীয়রা জানান, রমজান মাসে বাড়তি সুযোগ কাজে লাগিয়ে তরমুজের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। নিম্ন আয়ের মানুষের পক্ষে তরমুজ কিনে খাওয়া সম্ভব হচ্ছিল না। তবে দাম কমেছে তরমুজের। এখন অনেকে তরমুজ কিনছেন।

তরমুজ কিনতে আসা মো. ফিরোজ আলী বলেন, ‘রমজানের প্রথম দিকে তরমুজ ৬০ টাকা কেজি কিনেছিলাম। তরমুজের দাম অনেক বেশি ছিল তখন। আর এসব তরমুজের দাম বাড়িয়েছিল বাজার সিন্ডিকেটরা। এখন সেই তরমুজ নেমে এসে ৩০ টাকায়।’

মো. মজনুল হক বলেন, ৩০ টাকা কেজি দরে তরমুজ কিনলাম। ইফতারের সময় তরমুজ খেতে ভালো লাগে।

বাজারে আসা ইকলাছ হোসেন বলেন, ‘রোজায় যেন আগুন লেগেছিল তরমুজের বাজারে। সুযোগ বুঝে তরমুজের দাম বৃদ্ধি করেছিল ব্যবসায়ীরা। তবে তরমুজের দাম অনেক কমেছে। আশা করছি আরও দাম কমবে।’

তরমুজ ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, ‘যখন তরমুজ বেশি দাম দিয়ে কিনি তখন বেশি দামে বিক্রি করতে হয়। আর কম দামে কিনলে কমে বিক্রি করি। এখন তরমুজের দাম কমেছে তাই আমরা কম দামে বিক্রি করছি। আমি সরাসরি ট্রাকে করে তরমুজগুলো পটুয়াখালী থেকে এনেছি। আমার কম দামে কেনা, তাই কম দামে বিক্রয় করতে পারছি। প্রতি কেজি তরমুজ ৩০ টাকা। আধা ঘণ্টার মধ্যেই প্রায় সব তরমুজ বিক্রি হয়ে গেছে। তবে কিছু ব্যবসায়ী তরমুজ ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি করছে।’

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, এই উপজেলায় তরমুজের চাষ একেবারেই কম। তরমুজ চাষ বাড়াতে কৃষি অফিস থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। কোনো সিন্ডিকেট তৈরি করতে দেওয়া হবে না। দ্রব্যমূল্য অতিরিক্ত নিলেই ব্যবস্থা নেওয়া হবে। বাজার দর স্বাভাবিক রয়েছে, আশা করি এমন স্বাভাবিক থাকবে। তা ছাড়া বাজার দর স্বাভাবিক রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় যে কারণে চীনের সঙ্গে পেরে উঠছে না ভারত

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: এনসিপি নেতা-কর্মীদের গলা ধাক্কা

সারা জীবন ‘একজনের কাছে কৃতজ্ঞ’ থাকবেন তামিম, কে তিনি

বিমসটেকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমার: রয়টার্স

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত