বাগেরহাটে মোটরসাইকেল থেকে পড়ে নারী ইউপি সদস্য নিহত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮: ৫৬
Thumbnail image

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা বিশ্বাস (৪৫) চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন। আজ বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বাগেরহাট যাওয়ার পথে চিতলমারী-বাগেরহাট আঞ্চলিক মহাসড়কের দেপাড়া আড়ারখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পরে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লিপিকা বিশ্বাস চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মৃত সুবোধ বিশ্বাসের স্ত্রী। লিপি বিশ্বাসের অসিত বিশ্বাস (২৪) নামে একটি ছেলে ও অর্পণা বিশ্বাস (২৭) নামে একটি মেয়ে রয়েছে।

লিপি বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলের চালক রণজিৎ বিশ্বাস বলেন, গণমিলন ফাউন্ডেশন নামের একটি এনজিওর চেক মামলায় হাজিরা দিতে লিপিকে নিয়ে বাগেরহাট যাচ্ছিলাম। যাওয়ার পথে দেপাড়া আড়ারখাল নামক স্থানে পৌঁছালে লিপিকা মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আহত হন। পরে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, বাগেরহাট যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে লিপির মৃত্যু হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি নিজেই মোটরসাইকেল থেকে পড়ে গেছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত