কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে সে দলের নেতা কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না।
হানিফ বলেন, এর আগেও বিএনপি ঘোষণা করেছিল ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেল। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই।
হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলেন, ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুড়ি পড়বেন। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসছে। কিন্তু তিনি চুড়ি পড়েছেন কিনা দেশবাসী তা জানে না।। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই।
কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মন্তব্য করে হানিফ বলেন, এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সঙ্গে প্রতারণার পর এখন দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে কর্মসূচির নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এর ফলাফল হবে শূন্য।
সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচিতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচির নামে যদি কোনো অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার ইতিহাস আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। যে দলের শীর্ষ নেতা মুচলেকা দিয়ে রাজনীতি থেকে পালিয়ে থাকে সে দলের নেতা কর্মীদের অন্য দলের নেতা কর্মীদের পালিয়ে যাওয়া নিয়ে হুমকি দেওয়াটা হাস্যকর।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
২৮ অক্টোবর বিএনপির সরকার পতনের আন্দোলনের বিষয়ে হানিফ বলেন, বিএনপি এর আগেও বহুবার আন্দোলন-সমাবেশ করেছে। এতে তারা সফল হতে পারেনি, ভবিষ্যতেও কোনো দিন পারবে না।
হানিফ বলেন, এর আগেও বিএনপি ঘোষণা করেছিল ১০ ডিসেম্বরের পর থেকে খালেদা জিয়া সরকার পরিচালনা করবে। কিন্তু সেই ১০ ডিসেম্বর পার হয়ে আরেক ডিসেম্বর চলে আসার সময় হয়ে গেল। তাই বিএনপির এসব ফালতু কথাবার্তা শুনে তাদের কর্মীরা কিছুটা পুলকিত হয়। এতে দেশবাসীর ভাবনার কিছু নেই।
হানিফ আরও বলেন, মির্জা ফখরুল কিছুদিন আগে নাকি বলেছিলেন, ১৮ অক্টোবরের মধ্যে সরকারের পতন না হলে হাতে চুড়ি পড়বেন। ১৮ অক্টোবর পার হয়ে এখন ২৮ অক্টোবর চলে আসছে। কিন্তু তিনি চুড়ি পড়েছেন কিনা দেশবাসী তা জানে না।। সুতরাং এই সমস্ত কথাবার্তার কোনো মূল্য নেই।
কর্মীদের উজ্জীবিত করার জন্য বিএনপি বিভিন্ন ধরনের মিথ্যাচার করছে মন্তব্য করে হানিফ বলেন, এটি হচ্ছে তাদের একটি স্বভাব। জনগণের সঙ্গে প্রতারণার পর এখন দলীয় নেতা কর্মীদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে কর্মসূচির নামে ঢাকায় ডেকে নিয়ে যাচ্ছে বিএনপি। আসলে এর ফলাফল হবে শূন্য।
সমাবেশের নামে নাশকতা করলে কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি উচ্চারণ করে হানিফ বলেন, যেকোনো শান্তিপূর্ণ রাজনীতি কর্মসূচিতে সরকারের সহযোগিতা থাকবে। আর কর্মসূচির নামে যদি কোনো অশান্তি সৃষ্টি করা হয় তাহলে সরকার তা কঠোরভাবে দমন করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৬ মিনিট আগেনুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
৩০ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগে