খুলনা প্রতিনিধি
খুলনার রূপসায় নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার আলাইপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের বনমালী রায়ের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া ট-১১-২৫৭৭) আলাইপুর থেকে ব্রিজের ওপর উঠছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানের ওপর উঠে যায়। তাতে দোকান দুটি ভেঙে গুঁড়িয়ে যায়।
ওসি আরও বলেন, এ সময় ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে যেতে পারলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করে রূপসা থানায় রাখা হয়েছে।
রূপসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহত অশোক রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খুলনার রূপসায় নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় অশোক রায় (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার আলাইপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের বনমালী রায়ের ছেলে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে একটি মালবাহী ট্রাক (কুষ্টিয়া ট-১১-২৫৭৭) আলাইপুর থেকে ব্রিজের ওপর উঠছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানের ওপর উঠে যায়। তাতে দোকান দুটি ভেঙে গুঁড়িয়ে যায়।
ওসি আরও বলেন, এ সময় ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌড়ে সরে যেতে পারলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়েন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে ট্রাকটি আটক করে রূপসা থানায় রাখা হয়েছে।
রূপসা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিল্লাল হোসেন মৃধা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহত অশোক রায়কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১১ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
১৬ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
৩৬ মিনিট আগে