ইবি প্রতিনিধি
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড়ে একটি খাবারের দোকানে বাসি মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দোকানটি বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এ সময় সহকারী প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, মো. ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ‘ঢাকা বিরিয়ানি হাউস’ নামে ওই দোকানে খাবার খেতে যান। তিনি মোরগ পোলাও অর্ডার করে খেতে গিয়ে সন্দেহ হয় মাংস বাসি। বিষয়টি দোকানদার মালিককে জানালে বাবুর্চি ভুল করে দিয়েছেন বলে তিনি বিষয়টি শিকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাস অভ্যন্তরে একটা রেস্তোরাঁ এভাবে পচা খাবার বিক্রি করছে এটা কখনো মানা যায় না। এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ঠকানো হচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এ ঘটনার বিচার চাচ্ছি।’
এ বিষয়ে দোকান কর্তৃপক্ষ বলেন, ‘খাবারটি আমাদের বাবুর্চি ভুলক্রমে নতুন খাবারের সঙ্গে একত্রিত করে ফেলেছে। আমরা ভুল শিকার করে নিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এটা নিশ্চিত করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জিয়া মোড়ে একটি খাবারের দোকানে বাসি মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার দোকানটি বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এ সময় সহকারী প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, মো. ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বুধবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ‘ঢাকা বিরিয়ানি হাউস’ নামে ওই দোকানে খাবার খেতে যান। তিনি মোরগ পোলাও অর্ডার করে খেতে গিয়ে সন্দেহ হয় মাংস বাসি। বিষয়টি দোকানদার মালিককে জানালে বাবুর্চি ভুল করে দিয়েছেন বলে তিনি বিষয়টি শিকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাস অভ্যন্তরে একটা রেস্তোরাঁ এভাবে পচা খাবার বিক্রি করছে এটা কখনো মানা যায় না। এভাবে প্রতিনিয়ত শিক্ষার্থীদের ঠকানো হচ্ছে। আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে এ ঘটনার বিচার চাচ্ছি।’
এ বিষয়ে দোকান কর্তৃপক্ষ বলেন, ‘খাবারটি আমাদের বাবুর্চি ভুলক্রমে নতুন খাবারের সঙ্গে একত্রিত করে ফেলেছে। আমরা ভুল শিকার করে নিয়েছি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না এটা নিশ্চিত করছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসির মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আপাতত রেস্তোরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
সড়কের পাশে একটি কাচের শোকেসে নানা রকম মুখরোচক খাবার। পাশেই বড় চুলায় বসানো কড়াইয়ে গরম তেলে ভাজা বা ভুনা হচ্ছে নানা পদ। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। সামনে কেনার জন্য ভিড় নানা বয়সী রোজাদারের।
২ ঘণ্টা আগেহালদা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এখানে প্রজনন মৌসুমে রুই, কাতল, মৃগেল, কালিবাউশসহ মিঠাপানির সব মাছ ডিম দেয়। হালদার রেণুর কদর সারা দেশে। হালদার পোনা মাছচাষির কাছে অমূল্য সম্পদ। তবে অবৈধ বালু উত্তোলনসহ মানবসৃষ্ট নানা কারণে ৮৭ প্রজাতির মাছের অভয়ারণ্য হালদা আজ সংকটে। বলা চলে হ
২ ঘণ্টা আগেনোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা না দেওয়াসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এদিকে সরবরাহ তালিকায় বরাদ্দ থাকলেও ওষুধ না দেওয়া, হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকাসহ বিভিন্ন অভিযোগ করছেন রোগীরা।
৩ ঘণ্টা আগেযশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন অন্তত ১১টি সড়কের কার্পেটিংয়ের কাজ বছরের পর বছর ফেলে রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব সড়কের কাজ কয়েক বছর আগে শুরু হলেও শেষ করতে পারেনি তারা। ৪ থেকে ৫ বছরে অধিকাংশ সড়কের কাজ হয়েছে মাত্র ৪০ থেকে ৬০ শতাংশ।
৩ ঘণ্টা আগে