হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা হকারকে ফেরত দিলেন স্টেশনমাস্টার

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৫৫
Thumbnail image

আয়ুব হোসেন (৫০)। খুলনার বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করেন। আজ শুক্রবার সকালে খুলনা যাওয়ার উদ্দেশে ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর কাছে থাকা ব্যবসার ১০ হাজার টাকা নেই। এ সময় আয়ুব হোসেন কান্নায় ভেঙে পড়েন। ওই মুহূর্তে স্টেশনমাস্টার মাইকে ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে–উপযুক্ত প্রমাণ দিতে পারলেই টাকাগুলো দিয়ে দেওয়া হবে। 

দুপুরে আয়ুব হোসেন হারিয়ে যাওয়া টাকা ফেরত পেতে স্টেশনমাস্টার শাহজাহান শেখের দপ্তরে হাজির হন। পরে উপযুক্ত প্রমাণে ভিত্তিতে আয়ুব হোসেনকে তাঁর টাকা ফেরত দেওয়া হয়।

রেলস্টেশনের চা-বিক্রেতা দেলোয়ার হোসেন জানান, আনসার বাহিনীর এক সদস্য স্টেশন প্ল্যাটফর্মে টাকাগুলো পড়ে থাকতে দেখেন। এরপর তিনি টাকাটা তুলে স্টেশনমাস্টার শাহজাহান শেখের কাছে জমা দেন। পরে স্টেশনমাস্টার ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে–উপযুক্ত প্রমাণ দিতে পারলেই তাঁকে টাকাটি দিয়ে দেওয়া হবে। এরপর ওই হকার এসে তাঁর টাকা দাবি করে উপযুক্ত প্রমাণ দেন। 

টাকা ফেরত পেয়ে আয়ুব হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করে যায় আয় করি, তা দিয়ে আমার পরিবার চলে। আজ সকালে খুলনা যাওয়ার জন্য মোবারকগঞ্জ রেলস্টেশনে এসেছিলাম। দুপুরে ট্রেন আসার কিছুক্ষণ আগে আমি টের পাই, আমার কাছে থাকা টাকা হারিয়ে গেছে।’

আয়ুব বলেন, ‘এ সময় আমি কান্নায় ভেঙে পড়ি। ধরেই নিয়েছিলাম আমার টাকা আর ফেরত পাব না। কিছুক্ষণ পরে স্টেশনমাস্টার ঘোষণা দেন, কিছু টাকা পাওয়া গেছে। আমি প্রমাণ উপস্থাপন করার পর আমাকে টাকাটি ফেরত দেন। স্টেশনমাস্টার শাহজাহান শেখ ও আনসার সদস্য দুজনই খুব ভালো মানুষ।’ 

স্টেশনমাস্টার শাহজাহান শেখ আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে ট্রেনে খুলনায় যাওয়ার উদ্দেশে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন আয়ুব হোসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা নেই। এ সময় টাকা হারিয়ে আয়ুব হোসেন কান্নায় ভেঙে পড়েন। তার আগেই টাকাটা স্টেশনের এক আনসার সদস্য পেয়ে জমা দেন। এরপর উপযুক্ত প্রমাণ দেওয়া তাঁর হাতে ওই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত