খুলনায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
Thumbnail image

খুলনার বটিয়াঘাটায় বিদ্যুতায়িত হয়ে উমানন্দ পাল (৫০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু। 

আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আমীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত উমানন্দ পাল স্থানীয় কে এ জে ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। 

স্থানীয়রা জানান, উমানন্দ পাল বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে নিজস্ব সবজি খেতে পানি দিতে গিয়েছিলেন। ওই সবজি খেতের পাশে সেচ পাম্পে বিদ্যুতের লাইন দেওয়া ছিল। সেচ পাম্পের সঙ্গে সবজি খেতের চারপাশের বেড়ারও বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। বেড়ার বিদ্যুতের তার লিক হয়ে যাওয়ায় উমানন্দ খেতে প্রবেশের সঙ্গেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। 

বটিয়াঘাটা থানার ওসি রিপন কুমার সরকার জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত