বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৪ 

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১৮: ১৭

বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।

পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত