বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার সকালে আহতের বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত মিরাজ মোল্লা (৩০) ওই গ্রামের লতিফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
পুলিশ মামলার প্রধান আসামি কাওছার শেখসহ (২৫) একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন—কাওছারের বাবা লিয়াকত শেখ (৬৫), মা জাহানারা বেগম (৫০) ও ভাই রহিম শেখ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গতকাল রাতে নিজ বাড়িতে মিরাজ মোল্লার সঙ্গে রহিম শেখের পূর্ব বিরোধ নিয়ে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রহিম শেখ তাঁর পরিবারের লোকজনকে ডেকে এনে মিরাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, প্রতিপক্ষরা গরু জবাই করা ছুড়ি দিয়ে মিরাজকে কুপিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলায় ব্যবহৃত পাইপ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার পাঁচজন আসামির চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলাকারী ও আহতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৮ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৯ ঘণ্টা আগে