ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি বিতরণ 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ২০: ১২
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি ও বিএসএফের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দিনটি উপলক্ষে দেবহাটা বিজিবি ক্যাম্প কর্তৃক কালুতলা বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়। 

এ সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিজিবি  নীলডুমুর ব্যাটালিয়ানের দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল লতিফ। এ ছাড়া ভারতের পক্ষে ৮৫ বিএসএফ ব্যাটালিয়ানের কালুতলা ক্যাম্পের কমান্ডার এস আই কাওয়াল সিং।

দেবহাটা ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বলেন, মুসলিম ধর্মের বড় উৎসব ঈদুল ফিতর। দিনটি উপলক্ষে দুই দেশের মধ্যে উৎসবের আয়োজন ছড়িয়ে দিতে এবং বন্ধুত্ব অবস্থান ধরে রাখতে এ আয়োজন। দেশ ও রাষ্ট্রের নিরাপত্তা রাখতে উভয়ের প্রতি আন্তর্জাতিক নিয়ম বজায় রাখার অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত